আগামীকাল থেকেই শুরু হবে তাণ্ডব! ফণী মোকাবিলায় আদৌ কতটা প্রস্তুত কলকাতা?
Last Updated:
advertisement
1/10

• আগামীকালই আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণী ৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে ফণীর এপিসেন্টার পুরীর থেকে ৩৬০ কিমি দূরে ৷ আগামিকাল সকাল ১০ টাকা থেকে দুপুর ১২ টায় ওড়িশা উপকূলে আছড়ে পড়ার কথা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণীর ৷ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের দাপটে অন্ধ্রের শ্রীকাকুলামে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/10
• এদিকে পুরীতেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝড়বৃষ্টি ৷ ওড়িশায় নির্বাচনী আচরণবিধি তুলে নেওয়া হয়েছে ৷ গোপালপুর, চাঁদবালি ও পুরীর উপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা। গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭০-১৮০ কিমি থেকে ঘণ্টায় ২০০ কিমির মধ্যে থাকবে। প্রতীকী চিত্র ৷
advertisement
3/10
• সম্ভবত আগামীকাল রাতের মধ্যেই রাজ্যে ঢুকবে ফণী ৷ কলকাতাতেও ব্যপক ঝড়বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে ৷ কিন্তু ভয়ঙ্কর এই ঝড়ের মোকাবিলায় কতটা প্রস্তুত এই শহর? জেনে নিন কী কী সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে--- প্রতীকী চিত্র ৷
advertisement
4/10
• ইতিমধ্যেই নবান্নের তরফে বৈঠক ডাকা হয়েছে ৷ বৈঠকের পর ঠিক হয়েছে আপদকালীন পরিস্থিতির জন্য সবরকমভাবে প্রস্তুত রয়েছে সরকার ও কলকাতা পুরসভা। এমনকি ঝড়ের সময় পুর ভবনের কন্ট্রোলরুমে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
5/10
• পাশাপাশি যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ডিসি কমব্যাট ফোর্সের নেতৃত্বে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত থাকবে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
6/10
• শুক্রবার শহরের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ আগামীকাল থেকেই অবশ্য সরকারী ও আধা-সরকারী স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
7/10
• শহর জলমগ্ন হয়ে পড়লে স্পিডবোট নামাতে পারে বিপর্যয় মোকাবিলা দফতর ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
8/10
• ১০টি SCSR (Structural Collapse Search and Rescue) টিম শুক্রবার সকাল থেকে রাখা হবে শহরের বিভিন্ন প্রান্তে ৷ যে কোনও দুর্ঘটনায় দ্রুত পৌঁছে যাতে সেখানে পৌঁছে যাওয়া যায় ৷
advertisement
9/10
• একাধিক Tree Cutting Team তৈরি থাকবে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
10/10
• কমজোরি হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে ৷ প্রতীকী চিত্র ৷