Kolkata Metro|| শনিবার থেকে ১ মাস মেট্রো পরিষেবায় বিরাট বদল! নয়া টাইমটেবিল দেখে নিন এক ক্লিকে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro New Schedule: মেট্রো পরিষেবার সময়সূচিতে পরিবর্তন। শনিবার ও রবিবার কবি সুভাষ থেকে টালিগঞ্জের মাঝে ট্র্যাক মেইটেন্যান্সের কাজ হবে। তার জন্য সময়সূচিতে কিছু পরিবর্তন হয়েছে।
advertisement
1/9

*আগামী ১ মাস মেট্রো পরিষেবায় বদল। চলতি সপ্তাহের শনিবার থেকে শনি এবং রবিবার মেট্রো পরিষেবায় বেশ কিছু পরিবর্তন হবে। ১১ জুন পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার এই নয়া সূচি অনুযায়ী পরিষেবা পাবেন যাত্রীরা। ফাইল ছবি।
advertisement
2/9
*মূলত কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমারের অর্থাৎ টালিগঞ্জের মধ্যে ট্র্যাক মেইটেন্যান্স কাজের জন্য মেট্রোর সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। তবে তবে সোম থেকে শুক্র মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে। ফাইল ছবি।
advertisement
3/9
*পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮ মে এবং ৩, ৪, ১১ জুন পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। শনিবার ও রবিবার কবি সুভাষ থেকে টালিগঞ্জের মাঝে ট্র্যাক মেইটেন্যান্সের কাজ হবে। তার জন্য সময়সূচিতে কিছু পরিবর্তন হয়েছে। ফাইল ছবি।
advertisement
4/9
*শনিবারগুলি অর্থাৎ ৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন প্রতি শনিবার কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০ মিনিটের বদলে সকাল ১০টায় চালু হবে পরিষেবা। ফাইল ছবি।
advertisement
5/9
*দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে।দক্ষিণেশ্বর থেকে বা দমদম থেকে যে ট্রেনগুলি কবি সুভাষের উদ্দেশে ছাড়ে সেগুলি প্রতি শনিবার টালিগঞ্জ পর্যন্ত যাবে। ফলে এই আগামী ১ মাস শনিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা মিলবে না। ফাইল ছবি।
advertisement
6/9
*রবিবারগুলি অর্থাৎ ৭, ১৪, ২১ মে এবং ৪ জুন প্রতি রবিবার দক্ষিণেশ্বর বা দমদম থেকে সকাল ৯টায় যে পরিষেবা দেওয়া হয় তা অপরিবর্তিত থাকবে। ফাইল ছবি।
advertisement
7/9
*তবে কবি সুভাষ থেকে সকাল ৯'টার বদলে সকাল ১০'টায় চালু হবে মেট্রো চলাচল। ২৮ মে ও ১১ জুন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ দু’দিক থেকেই রবিবার সকাল ৯টার পরিবর্তে সকাল ১০টায় পরিষেবা চালু হবে। ফাইল ছবি।
advertisement
8/9
*এ দিকে, ৫ মে শুক্রবার কলকাতা মেট্রোর বহু ট্রেন বাতিল করা হয়েছে। অল্প কিছু ট্রেন চলবে। শুক্রবার বুদ্ধ পূর্ণিমা থাকায় সরকারি ছুটির দিন।- ফাইল ছবি।
advertisement
9/9
*কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ রুটে দৈনিক ২৮৮টি মেট্রো চলাচল করে । কিন্তু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী শুক্রবার (৫ মে, ২০২৩) ওই রুটে চলবে ২৩৪টি মেট্রো বলে মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে। মিলবে ১১৭টি আপ ও ১১৭টি ডাউন মেট্রো পরিষেবা৷ ফাইল ছবি।