TRENDING:

Kolkata Metro Railways: আজও blue লাইনে চরম ভোগান্তি, অনেকটা লেট করে ছাড়চ্ছে প্রতিটি মেট্রো, অফিস পৌঁছতে মাথায় হাত যাত্রীদের

Last Updated:
ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ঠিক না থাকায় অফিসযাত্রীরাও সমস্যায় পড়ছেন৷
advertisement
1/5
আজও blue লাইনে চরম ভোগান্তি,অনেকটা লেট করে ছাড়চ্ছে প্রতিটি মেট্রো, অফিস পৌঁছতে মাথায় হাত
মেট্রো রেলে ব্লু-গ্রিন-ইয়েলো লাইন চালু হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে৷ বহু যাত্রী উপকৃত হচ্ছেন নতুন এই মেট্রো রুটে৷ তবে ভোগান্তিও শুরু হয়েছে৷ সপ্তাহের প্রথম কাজের দিন অর্থাৎ সোমবার মেট্রোতে যাত্রী দুর্ভোগের খবর উঠে এসেছিল। সেই থেকে প্রতিদিনই কোনও না কোনও সমস্যা হচ্ছে৷ বিশেষ করে ব্লু লাইনে প্রতিদিনই যাত্রী ভোগান্তি ঘটছে৷ আজও যা অব্যাহত৷ দমদম থেকে ৫-৭ মিনিট লেট করে ছাড়চ্ছে প্রতিটি মেট্রো। শহিদ ক্ষুদিরাম, সরোবরে ব্যাপক ভিড় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় পর ছাড়ছে মেট্রো। (Sudipto Sen)
advertisement
2/5
তবে টালিগঞ্জ থেকে দক্ষিনেশ্বরের দিকে খুব কম মেট্রো আসলেও সেই মেট্রোগুলিতে ভিড় কম হচ্ছে। সময়টাও স্বাভাবিক থাকছে। সুবিধে হচ্ছে যাত্রীদের। কর্মী বাড়েনি, বাড়েনি মেট্রোর সংখ্যা৷ লাইনের সঙ্গে মেট্রোর এখন ব্যস্তসম্পর্ক কার্যত সেই কারণেই দুর্ভোগ মেট্রোযাত্রী বলছেন তারা।
advertisement
3/5
দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ, ক্ষুদিরামের মেট্রো চলে যাচ্ছে বিমানবন্দরে। ঘোষণা ছাড়াও, স্টেশনের ডিজিটাল বোর্ডে নেই প্রচার। অফিস টাইমে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। বরানগর স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে মেট্রো।এছাড়া নোয়াপাড়া স্টেশনে ঢোকার আগেও একই সমস্যা। ফলে ব্লু লাইনে মেট্রোর সংখ্যা বাড়লেও, অফিস টাইমে চরম ভোগান্তি যাত্রীদের।
advertisement
4/5
ইয়েলো লাইন চালু হয়ে ভোগান্তি বাড়ল মেট্রোর ব্লু লাইনে৷ যাত্রীদের অভিযোগ, মেট্রোর নতুন নোয়াপাড়া বিমানবন্দর শাখা চালু হতেই ব্লু লাইনে ট্রেন অনেক দেরিতে চলছে৷ ট্রেনের সংখ্যা কমায় ভিড়ও এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে ব্লু লাইনে৷
advertisement
5/5
ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ঠিক না থাকায় অফিসযাত্রীরাও সমস্যায় পড়ছেন৷ এমনিতেই কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় হয়রানির মুখে পড়ছিলেন যাত্রীরা৷ নতুন ইয়েলো লাইন চালু হওয়ার পর সেই ভোগান্তি আরও বেড়েছে৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Metro Railways: আজও blue লাইনে চরম ভোগান্তি, অনেকটা লেট করে ছাড়চ্ছে প্রতিটি মেট্রো, অফিস পৌঁছতে মাথায় হাত যাত্রীদের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল