TRENDING:

Kolkata Metro Rail | Dalian Rake: দীর্ঘ অপেক্ষার অবসান! কলকাতা মেট্রোয় যাত্রী পরিষেবায় এবার থেকে চলবে অত্যাধুনিক ডালিয়ান রেক

Last Updated:
কলকাতাবাসীর জন্য আসা নতুন এই রেক বর্তমানে শুধুমাত্র নর্থ সাউথ বা ব্লু লাইনে চললেও পরবর্তীতে নবনির্মিত লাইনগুলিতেও ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে।
advertisement
1/9
কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক! যাত্রী পরিষেবায় এবার ঝাঁ চকচকে ডালিয়ান রেক
অপেক্ষা ছিল বহুদিনের। ট্রায়ালও চলছিল। অবশেষে, ট্র্যাকে এল বহু প্রতীক্ষিত ডালিয়ান রেক ( MR-501)। শুক্রবার বিকেল থেকে শুরু হল বাণিজ্যিক পরিষেবা। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা, দমদম মেট্রো স্টেশন থেকে এই নতুন রেকটি চালু করেন৷
advertisement
2/9
দমদম স্টেশন থেকে বিকেল সাড়ে ৫ টা নাগাদ ছাড়ে নতুন এই ডালিয়ান রেক। করোনা অতিমারির আগেই এই অত্যাধুনিক রেক কলকাতা মেট্রোয় চালানোর কথা ভাবা হয়েছিল। কিন্তু, তার পরে সময় লেগে গিয়েছে তুলনায় অনেকটাই। চিন থেকে আমদানি করা এই রেক কলকাতা মেট্রোর যাত্রী স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়াতে পারবে বলে মনে করছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
advertisement
3/9
২০১৯ সালের মার্চ মাসে এই ধরনের রেক প্রথম আসে শহরে। দফায় দফায় ট্রায়াল রান চলে ডালিয়ান রেকের। সেই ট্রায়ালের রিপোর্ট জমা করেন নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়াররা। যাত্রীসুরক্ষার সবকটি বিষয়কে খতিয়ে দেখে ৪ বছর পর যাত্রী পরিষেবার জন্য সবুজ সংকেত দেওয়া হল এই চিনা রেককে।
advertisement
4/9
বর্তমানে কলকাতা মেট্রোয় চলা এসি রেকগুলির তুলনায়, এই ধরনের রেকে ১০০ মিলিমিটার বেশি চওড়া দরজা রয়েছে।  তাছাড়াও, বসার জায়গাও বেশ প্রশস্ত। উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বাইরের শব্দ কমানোর মতো অত্যাধুনিক প্রযুক্তি এবং আলোকসজ্জা মেট্রো রেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়াতে পারবে বলে মনে করা হচ্চে।
advertisement
5/9
আন্তর্জাতিক মানের এবং অত্যাধুনিক ইন্টেরিয়র ডিজাইন, উন্নতমানের এয়ার ডিফিউজার, উচ্চ ক্ষমতাসম্পন্ন এসি, এক্সিট ইন্ডিকেটর-সহ উন্নতমানের অ্যালার্ম ডিভাইস থাকবে এই রেকে।
advertisement
6/9
উজ্জ্বল LED ডিসপ্লে বোর্ড, হুইল চেয়ার পার্কিং সুবিধা এবং দরজার পাশে পর্যাপ্ত ধরার ব্যবস্থাও থাকবে এই নতুন রেকে।
advertisement
7/9
রেকের প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে রেইন ওয়াটার চ্যানেল, পেইন্ট-মুক্ত স্টেইনলেস স্টিল কার বডি। তাছাড়াও, চলার ক্ষেত্রেও নতুন এই রেক অনেক বেশি পরিবেশবান্ধব বলে দাবি মেট্রোরেলের। 
advertisement
8/9
ডালিয়ান রেকে যাত্রী সুরক্ষা বাড়ানোর জন্য থাকছে উন্নত ডিস্ক ব্রেক সিস্টেম, পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র, বিস্তৃত ইভাকুয়েশন ডোর এবং অ্যান্টি-স্কিড রাবার ফ্লোরিং সহ ইভাকুয়েশন র‌্যাম্প।
advertisement
9/9
কলকাতাবাসীর জন্য আসা নতুন এই রেক বর্তমানে শুধুমাত্র নর্থ সাউথ বা ব্লু লাইনে চললেও পরবর্তীতে নবনির্মিত লাইনগুলিতেও ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Metro Rail | Dalian Rake: দীর্ঘ অপেক্ষার অবসান! কলকাতা মেট্রোয় যাত্রী পরিষেবায় এবার থেকে চলবে অত্যাধুনিক ডালিয়ান রেক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল