TRENDING:

Kolkata Latest Weather Alert|| জ্বলছে কলকাতা, শনশনিয়ে লু, তাপমাত্রা এবার সত্যি ভয় দেখছে

Last Updated:
Kolkata Latest Weather Alert: অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী বিকেল চারটের সময় কলকাতার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস৷ আর ফিল লাইক তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
1/9
Kolkata Latest Weather Alert|| জ্বলছে কলকাতা,শনশনিয়ে লু,তাপমাত্রা ভয় দেখাচ্ছে
কলকাতা: কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁয়েছিল গত বৃহস্পতিবারই৷ আর আজ অর্থাৎ শুক্রবার তাপমাত্রা ছুঁয়ে ফেলল ৪১ ডিগ্রি সেলসিয়াসের কোঠা৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী বিকেল চারটের সময় কলকাতার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস৷ আর ফিল লাইক তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
2/9
আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অসম্ভব কম৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ২৫ শতাংশ৷ ফলে কলকাতায় ৪০ পেরিয়ে যাওয়া তাপমাত্রা মিলিয়ে পুরো তাপপ্রবাহ বা হিটওয়েভের পরিস্থিতি৷ লু বইছে যে কল্লোলিনী তিলোত্তমায়৷
advertisement
3/9
বেশ কিছুদিন ধরেই হাওয়া অফিসের পক্ষ থেকে তাপপ্রবাহ বা হিটওয়েভের পূর্বাভাস জারি করা হয়েছে৷  বাংলা নববর্ষের উইকএন্ড থেকে আগামী সপ্তাহেও এই তাপপ্রবাহ থেকে মুক্তির কোনও আশা নেই৷
advertisement
4/9
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরও দু' থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।  আপাতত চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে।
advertisement
5/9
বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী সোমবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।
advertisement
6/9
উত্তরবঙ্গেও রীতিমতো বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই মালদহে ৪০ ছুঁই ছুঁই আর দুই দিনাজপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে আবহাওয়াবিদদের আশঙ্কা দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে তাপপ্রবাহের একটি স্পেল আসতে পারে! সেক্ষেত্রে বুধবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
7/9
কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা চার ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ২৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
8/9
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৩ থেকে ৭৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
9/9
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ও তাপপ্রবাহের সতর্কবার্তা। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা এবং বিহার ও ঝাড়খণ্ডে শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Latest Weather Alert|| জ্বলছে কলকাতা, শনশনিয়ে লু, তাপমাত্রা এবার সত্যি ভয় দেখছে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল