Kolkata Earthquake: ঘুম ভাঙার আগেই প্রবল কম্পনে কেঁপে উঠল কলকাতা, ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রামেও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Kolkata Earthquake: ন্যাশানাল সিসমোলজি সেন্টারের মত অনুযায়ি ভূমিকম্পের (Earthquake)কেন্দ্র স্থল ছিল ভারত মায়নমার সীমান্ত৷ কলকাতায় এই ভূমিকম্প (Kokata Earthquake)৩ সেকেন্ড স্থায়ী হয়৷
advertisement
1/5

#নিউদিল্লি: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ()৷ ভোর ৫.১৫ নাগাদ যখন শহরের বেশির ভাগ অংশ৷ শুক্রবার সকালে কেউ ঘুম ঘোরেই কেঁপে উঠলেন আবার যাঁরা নাইট বা মর্নিং শিফটে কাজ করছিলেন তাঁরাও কেঁপে ওঠেন? Photo- Representative
advertisement
2/5
ন্যাশানাল সিসমোলজি সেন্টারের মত অনুযায়ি ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিল ভারত মায়নমার সীমান্ত৷ ককাতায় এই ভূমিকম্প ৩ সেকেন্ড স্থায়ী হয়৷ Photo Courtesy- National Centre of Sismelogy / Twitter
advertisement
3/5
মাটির ১২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল৷ মণিপুর, মিজোরাম, অসম, ত্রিপুরাতেও ভালোরকম কম্পন অনুভূত হয়৷ Photo- Representative
advertisement
4/5
কম্পন অনুভূত হয় বাংলাদেশের চট্টগ্রামেও৷ মিজোরামের থিনজোলের ৭৩ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল৷ Photo- Representative
advertisement
5/5
কলকাতায় ৩ সেকেন্ড স্থায়ী হয়েছিল ভূমিকম্প৷ ৫.৫৩ নাগাদ আফটার শকও হয় এমনটাই রিপোর্ট৷ Photo- Representative