Kolkata Doctor Murder: ‘এর কোনও ক্ষমা নেই’; আরজি করের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Kolkata Doctor Murder Case: এখানেই শেষ নয়, আরজি কর হাসপাতালের ওই জুনিয়র চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ফুঁসছে গোটা দেশের চিকিৎসক মহল।
advertisement
1/9

দিন কয়েক আগেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে খুন এবং ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী চিকিৎসক। যা গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে তো বটেই, সেই সঙ্গে সারা দেশেও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, আরজি কর হাসপাতালের ওই জুনিয়র চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ফুঁসছে গোটা দেশের চিকিৎসক মহল। নিরাপত্তা এবং সঠিক বিচারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। এই ঘটনায় ইতিমধ্যেই দেশ জুড়ে ধর্মঘট ঘোষণা করেছে ফেডারেশন অফ প্রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আর এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনার কোনও ক্ষমা নেই। ইতিমধ্যেই মেডিক্যাল কলেজের চিফকে সরিয়ে দিয়েছে সরকার। কিন্তু তাতেও মানুষের রাগ কমছেই না। জেনে নেওয়া যাক, এই ঘটনা প্রসঙ্গে ৮টি বিষয়।
advertisement
2/9
১. আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “খুবই দুর্ভাগ্যজনক এবং ঘৃণ্য ঘটনা। এই ঘটনার কোনও ক্ষমা হয় না। দ্রুত পদক্ষেপ করা উচিত প্রশাসনের। আসলে এই ধরনের ঘটনা যে কোনও স্থানে ঘটতে পারে। দুর্ভাগ্যজনক ভাবে এই ঘটনাটি ঘটেছে হাসপাতালে। যেখানে সিসিটিভি-র ব্যবস্থা এবং জোরদার নিরাপত্তা থাকা আবশ্যক। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত।”
advertisement
3/9
২. এফওআরডিএ অর্থাৎ ফেডারেশন অফ প্রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন সোমবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। এর জেরে জরুরিকালীন পরিষেবা ছাড়া অন্যান্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছেন চিকিৎসকেরা। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। তবে ধর্মঘটের জেরে চিকিৎসা পেতে অসুবিধা হবে রোগীদের।
advertisement
4/9
৩. অন্যদিকে পুলিশ সূত্রে খবর, অপরাধ কবুল করার পরেও অভিযুক্তের চোখেমুখে অনুতাপের লেশমাত্র নেই। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় ধৃত অভিযুক্ত জানিয়েছে যে, খুন করার আগে মদ্যপান করেছিল সে। খুনের পরে পুলিশ ব্যারাকে ফিরে গিয়ে আবারও মদ্যপান করেছিল সে। এরপরেই ঘুমিয়েও পড়ে। এমনকী সিসিটিভি ফুটেজেও পুলিশের সামনেই মদ্যপান করতে দেখা গিয়েছে তাকে।
advertisement
5/9
৪. এই ঘটনায় সঞ্জয় রায়কে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার পরামর্শ দিয়েছে শিয়ালদহ আদালত। আর ধৃতের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। পুলিশ সূত্রের মতে, পুলিশি জিজ্ঞাসাবাদ এবং তদন্তকারীদের পেশ করা প্রমাণপত্র থেকে জানা গিয়েছে, সঞ্জয় যখন বুঝতে পেরেছিল যে, সে আর পালানোর পথ পাবে না, তখনই অপরাধ কবুল করে।
advertisement
6/9
৫. ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই সরকার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সঞ্জয় বশিষ্ঠকে অপসারণ করেছে সরকার। সেই দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ডা. বুলবুল মুখোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন-এর তরফে ১১ সদস্যের একটি বিশেষ তদন্ত দল অথবা সিট তৈরি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে, আসামীদের দ্রুত ফাঁসির মঞ্চে আনা হবে।
advertisement
7/9
৬. যদিও অধ্যক্ষকে বদলি করার দাবিতে সরব হয়েছেন প্রাক্তন পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যেয়ের কাছে একটি চিঠিতে তাঁরা জানিয়েছেন যে, কলেজের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে অধ্যক্ষকে অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়ারাও একই দাবি তুলেছেন যে, অধ্যক্ষের পদত্যাগ করা উচিত। হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকও করেছেন পুলিশ কমিশনার। কিন্তু চিকিৎসকেরা মানতে নারাজ।
advertisement
8/9
৭. এই ঘটনার পরেই গোটা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা পর্যালোচনা করে দেখা হবে। পুলিশ কমিশনারের বক্তব্য, যেসব জায়গায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ হয়, সেই সব জায়গাকে চিহ্নিত করা হবে। এটা সংগঠিত অপরাধ কি না, তা তদন্ত করে দেখা হবে। আর তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলির সাহায্যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হবে। সরকারি হাসপাতাল, মহিলাদের হোস্টেলের মতো জায়গাগুলিতে আরও নজরদারি চলবে।
advertisement
9/9
৮. বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই এই ঘটনায় হস্তক্ষেপ করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে নড্ডার কাছে সুকান্ত মজুমদারের আবেদন, বিষয়টির তদন্ত করার জন্য সিবিআই এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশনের এক বিশেষ দল গঠন করা হোক। তিনি আরও অনুরোধ জানিয়েছেন যে, চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরাও বসাতে হবে।