TRENDING:

Corona in Kolkata: শুক্র থেকেই পাড়ায়-পাড়ায় পুরকর্মীরা, জরুরি ঘোষণা ফ্ল্যাটবাড়ির বাসিন্দাদের জন্য

Last Updated:
Corona in Kolkata: আবাসনের সদস্যদের দায়িত্ব নিতে হবে সংক্রমিতরা যাতে নিয়ম পালন করেন। ওয়ার্ডের বিভিন্ন ব্লকে কমিটি আছে।
advertisement
1/5
শুক্র থেকেই পাড়ায়-পাড়ায় পুরকর্মীরা, জরুরি ঘোষণা ফ্ল্যাটবাড়ির বাসিন্দাদের জন্য
কলকাতার বহুতল ও আবাসনে করোনা সংক্রমণ (Corona in Kolkata) তুলনামূলকভাবে বেশি। আবাসনের বাসিন্দাদের অনেকেই নিজেরা পরীক্ষা করছেন বাড়িতে। সেই রিপোর্ট পুরসভার কাছে আসছে না। অনেকে পরীক্ষা করালেও নিজেদের ঠিকানা ও মোবাইল নম্বর সঠিক দিচ্ছেন না।
advertisement
2/5
তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও জোরকদমে প্রচার করা হবে। বরো চেয়ারম্যান সংক্রমিত এলাকায় গিয়ে স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে, এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করবেন। পুলিশও সেই সময় সঙ্গে থাকবে।
advertisement
3/5
আবাসনের সদস্যদের দায়িত্ব নিতে হবে সংক্রমিতরা যাতে নিয়ম পালন করেন। ওয়ার্ডের বিভিন্ন ব্লকে কমিটি আছে। বিভিন্ন আবাসনে অ্যাসোসিয়েশন আছে। তাদের সহযোগিতা নিয়ে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। কোন কড়া পদক্ষেপ নিয়ে এটা সম্ভব নয়।
advertisement
4/5
বাড়িতে যারা পরীক্ষা করছেন, তাদের বলা হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে পরীক্ষা করুন। তা না হলে পরে সেফ হোম বা হাসপাতালে ভর্তি হতে সমস্যা হবে। এটা পুরসভার পক্ষে প্রচার করা হবে।
advertisement
5/5
আগামীকাল পুরসভার স্বাস্থ্যকর্মীরা পাড়ায় পাড়ায় এ বিষয়ে প্রচার শুরু করবেন। প্রতিদিনই সংক্রমণ লাগাম ছাড়াচ্ছে। আর বাংলায় কলকাতার অবস্থা সবচেয়ে শোচনীয়। সেই শহর কলকাতায় এখন অন্যতম চিন্তা আবাসনগুলি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Corona in Kolkata: শুক্র থেকেই পাড়ায়-পাড়ায় পুরকর্মীরা, জরুরি ঘোষণা ফ্ল্যাটবাড়ির বাসিন্দাদের জন্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল