আবার আসছে...! বিভীষিকা থেকে একটু স্বস্তি পেতেই হাওয়া অফিসের ভয় ধরানো সতর্কবার্তা, কলকাতা-সহ ৬ জেলায় ফের নামছে বৃষ্টি
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
আগামী দু ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। রাজ্যের ৬ জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে হাওয়া।
advertisement
1/5

আগামী দু ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। রাজ্যের ৬ জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে হাওয়া।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, গত প্রায় চার দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি। এত বৃষ্টি সেপ্টেম্বরের কলকাতা দেখেছিল, ৭৮ এবং ৮৬ সালে। ১৯৭৮ সালের ২৮ সেপ্টেম্বর ৩৭০ মিমি বৃষ্টি হয়েছিল আলিপুরে এবং ২৬ সেপ্টেম্বর ১৯৮৬ বৃষ্টি হয়েছিল ২৬০ মিমি।
advertisement
3/5
ভোর রাত তিনটে থেকে চারটে সর্বোচ্চ আটানব্বই(৯৮) মিলিমিটার বৃষ্টি হয়েছে। এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে ক্লাউড বার্স্ট হয়েছে বলে ধরা হয়।
advertisement
4/5
নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপ এই এলাকায় অবস্থান করবে। তারপর থেকে দুর্বল হবে নিম্নচাপ। এই নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত যেটা ওড়িশার উপর দিয়ে গিয়েছে।
advertisement
5/5
নতুন করে নিম্নচাপ তৈরি হবে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার চতুর্থী তে। উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার পঞ্চমীর দিন। এর প্রভাব থাকবে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ষষ্ঠীর দিন এটি ওড়িশা ও অন্ধ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে।