Kolkata Airport: নামমাত্র খরচে কলকাতা বিমানবন্দরে মিলবে দারুণ পরিষেবা! ভয় পেতে হবে না আর, সব করবে ওঁরা'ই
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Kolkata Airport: বিমানযাত্রায় এয়ারপোর্টে যাত্রীদের ভয় কাটাতে সাহায্য করবে ওরা, দেবে বিশেষ পরিষেবা।
advertisement
1/6

বিমান পরিষেবা গ্রহণে অনেক সময় যাত্রীদের মধ্যে কাজ করে ভয়, কী করতে হবে, কীভাবে যেতে হবে, চেক ইন থেকে লাগেজ হ্যান্ডলিং, পোর্টার সহায়তায় কলকাতা বিমানবন্দরে চালু হল কনসিয়ার্জ সার্ভিস
advertisement
2/6
কলকাতা বিমানবন্দরে সমস্ত আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে এটি সামান্য অর্থের বিনিময়ে পরিষেবা গ্রহনে অনেক দিক থেকেই উপকৃত হবেন যাত্রীরা
advertisement
3/6
মূলত বিমানবন্দরের সিস্টেমের সঙ্গে পরিচিত নন এমন যাত্রীদের জন্য অথবা যারা অসুস্থ বা বয়স্ক তাদের জন্য এই পরিষেবাটি সহায়ক হবে বলেই জানা গিয়েছে
advertisement
4/6
অনেকেই আছেন যারা হয়তো প্রথমবার বিমানে উঠবেন। জানেন না যে কীভাবে কোথা থেকে টিকিট পাবেন। বোর্ডিং পাস কোথা থেকে মিলবে, এ ধরনের সকল সমস্যা থেকে যাত্রীদের সুরাহা দিতে মিলবে পরিষেবা
advertisement
5/6
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবা পেতে একজন যাত্রীকে ৫০০ টাকা দিতে হবে। তারপর থেকেই পরিষেবা গ্রহণকারী যাত্রীকে কোম্পানির কর্মীরা টার্মিনাল ভবনে চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন করে, লাগেজ পরিচালনার থেকে যাবতীয় সহায়তা পোর্টারদের মাধ্যমে পাবেন
advertisement
6/6
অ্যারাইভাল এবং ডিপার্চার উভয় যাত্রীদের জন্যই পরিষেবাগুলি উপলব্ধ থাকবে। ফলে আর বিমান যাত্রার পূর্বে নিতে হবে না কোনও রকম চাপ