TRENDING:

Bangla News: যশোর রোডে আচমকা ধেয়ে এল বিরাট বিমান! মাঝরাস্তায় লাইটপোস্টে ধাক্কা! সাংঘাতিক অবস্থা...

Last Updated:
Flight Accident: ব্যস্ততম যশোর রোডে আচমকা ধেয়ে এল বিরাট বিমান। লাইটপোস্টে ধাক্কা মেরে কমল গতি। বিমান দুর্ঘটনার খবর চাউর হতেই মানুষ দাঁড়িয়ে পড়েছে একেবারে জাতীয় সড়কের ধারে
advertisement
1/6
যশোর রোডে আচমকা ধেয়ে এল বিরাট বিমান!মাঝরাস্তায় লাইটপোস্টে ধাক্কা!সাংঘাতিক অবস্থা
*ব্যস্ততম যশোর রোডে আচমকা ধেয়ে এল বিরাট বিমান। লাইটপোস্টে ধাক্কা মেরে কমল গতি। বিমান দুর্ঘটনার খবর চাউর হতেই মানুষ দাঁড়িয়ে পড়েছে একেবারে জাতীয় সড়কের ধারে, তবে দুর্ঘটনা হলেও সেটা বড়সড় কোন দুর্ঘটনা নয়, হতে পারত বড়সড় দুর্ঘটনা। প্রতিবেদন ও ছবিঃ জিয়াউল আলম। 
advertisement
2/6
*প্লেন দেখতে মানুষের ভিড় জাতীয় সড়কে। এয়ারপোর্ট থেকে প্লেনটি বের করতেই ঘটল দুর্ঘটনা। জাতীয় সড়কের ধারে লাইটপোস্টে ধাক্কা, যদিও বড়সড় কোন ঘটনা ঘটেনি।
advertisement
3/6
*তবে এয়ার ইন্ডিয়া অকেজো হয়ে যাওয়া বিমান সামনাসামনি দেখতে উপচে পরেছে মানুষ। জানা গিয়েছে, বিমানটি নিলামে কিনে নেয় পঞ্জাবের একটি সংস্থা। তারাই সেটি নিয়ে রওনা দিয়েছিল সড়কপথে। প্রতিবেদন ও ছবিঃ জিয়াউল আলম।
advertisement
4/6
*জানা গিয়েছে, বিমানটি দিয়ে তৈরি হতে পারে কোনও রেষ্টুরেন্ট, হোটেল বা দর্শনীয় কোন প্লেসে রাখা হতে পারে। বিটি কলেজের নিকট এয়ারপোর্টে সীমানা থেকে প্লেনটি বের করতে গিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি লাইটপোস্টে ধাক্কা লাগে, ভেঙে যায় প্লেনের লেজ, তারপরেই ছড়িয়ে পরে প্লেন দুর্ঘটনার খবর।
advertisement
5/6
*রাস্তায় মানুষের ভিড় জমতে শুরু করে, তার সঙ্গে চলে দেদার সেলফি।এয়ার ইন্ডিয়ার এই প্লেনটির নম্বর AIRBUS A319। বহু পুরনো এই বিমান,যা হয়তো মেরামতি করেও চালানো সম্ভব নয়, তাই নিলামে তোলা হয়। 
advertisement
6/6
*জানা গিয়েছে, প্লেনটি রাস্তার ধারেই এখন থাকবে। রাতে রাস্তায় যানবাহন কমলে প্লেনটি রওনা হবে পঞ্জাবের উদ্দেশ্যে। প্রতিবেদন ও ছবিঃ জিয়াউল আলম।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Bangla News: যশোর রোডে আচমকা ধেয়ে এল বিরাট বিমান! মাঝরাস্তায় লাইটপোস্টে ধাক্কা! সাংঘাতিক অবস্থা...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল