Durga Puja 2023: মেট্রোতে গেলে কোন স্টেশনের পাশে কোন কোন মণ্ডপ পাবেন, দেখুন উত্তর কলকাতার তালিকা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Durga Puja 2023: পুজোর বাকি হাতে গোনা আর কয়েক দিন। এখন পুজোর আগেই পুজো পরিক্রমার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে বাঙালির। একদিন উত্তর তো একদিন দক্ষিণ।
advertisement
1/7

পুজোর বাকি হাতে গোনা আর কয়েক দিন। এখন পুজোর আগেই পুজো পরিক্রমার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে বাঙালির। একদিন উত্তর তো একদিন দক্ষিণ।
advertisement
2/7
ঠাকুর দেখার জন্য কোন মেট্রো রুট ধরলে কাছে পড়বে উত্তর কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলি? চলুন দেখে নেওয়া যাক
advertisement
3/7
বেলগাছিয়া মেট্রো স্টেশন- এই মেট্রো স্টেশন নেমে দেখতে পারেন আবাসিক সংঘ, টালা পার্ক, নতুন পল্লি প্রদীপ সংঘ, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরুণ দল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর।
advertisement
4/7
শ্যামবাজার মেট্রো স্টেশনে থেকে হাঁটা পথ বাগবাজার সর্বজনীন, ফ্রেন্ডস ইউনিয়ন, জগত্ মুখার্জি পার্কের মতো বিখ্যাত পুজো মণ্ডপগুলি।
advertisement
5/7
শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে যেতে পারেন আহিরীটোলা সর্বজনীন, বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, কাকুড়গাছি যুবকবৃন্দ, গৌরীবাড়ি সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো।শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে যেতে পারেন আহিরীটোলা সর্বজনীন, বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, কাকুড়গাছি যুবকবৃন্দ, গৌরীবাড়ি সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো।
advertisement
6/7
গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামলে দেখা যাবে শিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি।
advertisement
7/7
এম জি রোড মেট্রো স্টেশনে থেকে যাওয়া যাবে মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়্যার, শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব।