আমফানের পর যশ, ফের কঠিন পরীক্ষায় টালা ট্য়াঙ্ক! কী ভাবে প্রস্তুতি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

বয়স ১১২ বছর৷ গত বছরই সামলাতে হয়েছে ঘূর্ণিঝড় আমফানের ধাক্কা৷ ঠিক এক বছরের মাথায় এবার ধেয়ে আসছে যশ৷ অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের দাপট থেকে শতাব্দী প্রাচীন টালা ট্যাঙ্ককে বাঁচাতে পরিকল্পনা শুরু করে দিয়েছেন কলকাতা পুরসভার আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা৷ Info- Biswajit Saha, Photo-Facebook
advertisement
2/7
মাটি থেকে টালা ট্যাঙ্কের জলাধারের উচ্চতা ১১০ ফুট৷ তার উপরে রয়েছে ২০ ফুট উঁচু জলাধার৷ যার মধ্যে রয়েছে চারটি ভাগ বা প্রকষ্ট৷ টালা ট্যাঙ্কের জলধারণ ক্ষমতা ৯০ লক্ষ গ্যালন৷ Info- Biswajit Saha
advertisement
3/7
টালা ট্যাঙ্কের ২০ ফুট গভীর জলাধারের চারটি ভাগ বা প্রকষ্ট রয়েছে৷ সাধারণত টালা ট্যাঙ্কের প্রকষ্টগুলির পুরোটা না ভরে সর্বোচ্চ ১৮ ফুট মতো জল ভরা থাকে৷ Info- Biswajit Saha
advertisement
4/7
কিন্তু আগামী বুধবার ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার সময় কিছুটা কম পরিমাণে জল রাখা হবে টালা ট্যাঙ্কে৷ চারটি প্রকষ্টেই ১৫ থেকে ১৬ ফুট করে জল রাখা হবে৷ Info- Biswajit Saha
advertisement
5/7
কয়েক বছর আগে শুরু হওয়া টালা ট্যাঙ্কের সংস্কার কাজ এখনও চলছে৷ তিনটি প্রকষ্টের সংস্কার শেষ হলেও একটির কাজ এখনও চলছে৷ তবে ঘূর্ণিঝড়ের দিন চারটি প্রকষ্টেই সমান পরিমাণে জল ভরে রাখা হবে৷ Info- Biswajit Saha
advertisement
6/7
কলকাতা পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, একটি প্রকষ্ট যদি খালি রাখা হয়, তা হলে প্রবল হাওয়ার দাপটে শতাব্দী প্রাচীণ টালা ট্যাঙ্কের কাঠামো হেলে পড়ার আশঙ্কা থাকে৷ Info- Biswajit Saha
advertisement
7/7
পলতা জল পরিশোধন প্রকল্প থেকে জল আসে টালা ট্যাঙ্কে৷ গত বছরও আমফানের ধাক্কা সামলে দিয়েছিল কলকাতার গর্ব টালা ট্যাঙ্ক৷ কলকাতা পুরসভার আধিকারিকদের আশা, এ বার যশের ধাক্কাও সে সামলে নেবে৷ Info- Biswajit Saha