Singer KK Died: প্রচণ্ড ঘামছিলেন, বারবার স্টেজ-এর স্পটলাইট বন্ধ করতে বলছিলেন কেকে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Singer KK Died: একটা-দুটো গান গেয়ে ব্য়াক স্টেজে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন কেকে।
advertisement
1/6

প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান ছিল তাঁর। অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্কসরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
2/6
কোনাওরকম শারীরিক সমস্যা ছিল না কেকে। জানা গিয়েছে এমনটাই। তা হলে কী করে এমন অনভিপ্রেত ঘটনা ঘটল! সেটাই বুঝে উঠতে পারছে না কেকের ঘনিষ্ঠমহল।
advertisement
3/6
সোমবার নজরুল মঞ্চে বেহালা বিবেকানন্দ কলেজের অনুষ্ঠানে পারফর্ম করেন কেকে। মঙ্গলবার নজরুল মঞ্চে ফুলবাগান গুরুদাস কলেজের বার্ষিক অনুষ্ঠানে দুর্দান্ত পারফর্ম করেন।
advertisement
4/6
কেকের অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে থাকা কেউ কেউ বলছিলেন, এদিন মঞ্চে প্রচণ্ড ঘামছিলেন গায়ক। কিছুটা অস্বস্তিও বোধ করছিলেন।
advertisement
5/6
এদিন মঞ্চে থাকা স্পটলাইট বারবার বন্ধ করতে বলেছিলেন কেকে। তাঁর শরীরে যে একটা অস্বস্তি হচ্ছিল, সেটা অনেকেরই চোখে পড়ে।
advertisement
6/6
আরও জানা যায়, এদিন একটা-দুটো গান করার পর বেশ কিছুক্ষণ করে বিশ্রাম নিচ্ছিলেন কেকে। পরে অবশ্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। আবার তাঁকে স্বাভাবিক ছন্দে দেখা যায়।