TRENDING:

Kasba College Incident Update: কুকীর্তির পর গার্ড রুমেই মদ্যপান, ধাবায় খাওয়া দাওয়া! দেশপ্রিয় পার্কে কাকে ফোন করেছিল মনোজিৎ?

Last Updated:
মদ্যপানের পর ই এম বাইপাসের একটি ধাবায় গিয়ে খাওয়াদাওয়াও সারে ওই তিন জন৷ এর পর যে যার বাড়িতে চলে যায় তিন অভিযুক্ত৷
advertisement
1/7
কুকীর্তির পর গার্ড রুমেই মদ্যপান, ধাবায় খাওয়া দাওয়া! দেশপ্রিয় পার্কে কাকে ফোন করেছিল ম
কসবার আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ পুলিশ সূত্রে খবর, গত ২৫ জুন ছাত্রীকে গণধর্ষণের পর কলেজের নিরাপত্তারক্ষীদের ঘরে বসেই মদ্যপান করে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার দুই সঙ্গী জইব আহমেদ ও প্রমীত মুখোপাধ্যায়৷
advertisement
2/7
শুধু তাই নয়, মদ্যপানের পর ই এম বাইপাসের একটি ধাবায় গিয়ে খাওয়াদাওয়াও সারে ওই তিন জন৷ এর পর যে যার বাড়িতে চলে যায় তিন অভিযুক্ত৷
advertisement
3/7
এক পুলিশ অফিসারের কথায়, 'ঘটনার পর গার্ড রুমে বসেই মদ্যপান করে তিন জন৷ এর পর নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে কাউকে কিছু না বলার জন্য শাসিয়ে কলেজ থেকে বেরিয়ে যায় তারা৷'
advertisement
4/7
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, তদন্তে পুলিশ জানতে পেরেছ, পুলিশের হাত থেকে বাঁচতে ঘটনার পরের দিন ২৬ জুন দক্ষিণ কলকাতায় এক প্রভাবশালী ব্যক্তিকে ফোনে যোগাযোগ করে মনোজিৎ৷ প্রতীকী ছবি৷
advertisement
5/7
যদিও পরিস্থিতি আঁচ করে সেই প্রভাবশালী মনোজিতকে সাহায্য করতে রাজি হননি৷ এর পর নিজের আরও কয়েকজন পরিচিত প্রভাবশালীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালায় মনোজিৎ৷
advertisement
6/7
ঘটনার পরের দিন রাসবিহারী, গড়িয়াহাট, ফার্ন রোড, বালিগঞ্জ স্টেশন রোড চত্বরেও প্রায় সারাদিন ঘোরাঘুরি করে মনোজিৎ৷ একবার সে কড়েয়া থানার কাছেও যায়৷ মনোজিতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন থেকেই এই তথ্য পেয়েছে পুলিশ৷
advertisement
7/7
পুলিশের আরও দাবি, ঘটনার কয়েকদিন আগে থেকে মনোজিৎ, জইব এবং প্রমীথের মধ্যে ফোনে ঘনঘন কথা হয়েছে৷ যা থেকে তদন্তকারীরা এক রকম নিশ্চিত, ছাত্রীর গণধর্ষণের ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kasba College Incident Update: কুকীর্তির পর গার্ড রুমেই মদ্যপান, ধাবায় খাওয়া দাওয়া! দেশপ্রিয় পার্কে কাকে ফোন করেছিল মনোজিৎ?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল