TRENDING:

কন্যাশ্রী দিবসে বিরাট সুখবর...! ১২ লক্ষ ছাত্রীকে মুখ্যমন্ত্রীর 'উপহার', কারা পাচ্ছেন? কী ভাবে করবেন আবেদন?

Last Updated:
Kanyashree Scheme: কন্যাশ্রী দিবসে আজ, বৃহস্পতিবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৪ অগাস্ট, অর্থাৎ স্বাধীনতার প্রাক দিবসটি কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন এই উপলক্ষে এক অনুষ্ঠানে এসে রাজ্যের মেয়েদের বিশেষ বার্তা দিলেন মমতা।
advertisement
1/10
কন্যাশ্রী দিবসে বিরাট সুখবর...! ১২ লক্ষ ছাত্রীকে মুখ্যমন্ত্রীর 'উপহার', কারা পাচ্ছেন?
কন্যাশ্রী দিবসে আজ, বৃহস্পতিবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৪ অগাস্ট, অর্থাৎ স্বাধীনতার প্রাক দিবসটি কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন এই উপলক্ষে এক অনুষ্ঠানে এসে রাজ্যের মেয়েদের বিশেষ বার্তা দিলেন মমতা।
advertisement
2/10
এদিনের অনুষ্ঠান থেকে মমতা বলেন, "মেয়েরা আমাদের গর্ব। ১২ বছর পার করলাম, অনেক কিছু শিখলাম, জানলাম। সব জেলার মেয়েরা পড়াশোনাতেও ভাল করছেন। আমি সব সময় দেখি নতুনত্ব কী হয়েছে। কন্যাশ্রীর জন্মদিনে ক্লাস ৯ এ উঠেছে এমন ১২ লক্ষ ছাত্র ছাত্রীকে সাইকেল দেব এই মাসের শেষ দিকে।"
advertisement
3/10
মমতা জানান, "আমাদের ৯৩ লক্ষের বেশি কন্যাশ্রী রয়েছে বাংলায়। আমি পরের বছর চাই ১ কোটি হোক। পরের বছর স্পেশাল সেলেব্রেশন।"
advertisement
4/10
মুখ্যমন্ত্রীর কথায়, "আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন।"
advertisement
5/10
সমাজে মেয়েদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এতো অল্প সময়ে এতো বড় প্রভাব অন্য কোনও সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই! তাই বিশ্বের দরবারেও এই প্রকল্প এত আদৃত।
advertisement
6/10
পরিসংখ্যান দিয়ে মমতা বলেন, "৬২ দেশের ৫৫২ প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে United Nations Public Service Award বিজয়ী হয়েছে কন্যাশ্রী প্রকল্প। আমি সবসময় মনে করি সমাজে মেয়েরা ভাল থাকে না, সেই সমাজ কখনও ভাল থাকতে পারে না।"
advertisement
7/10
"আমার গর্ব হচ্ছিল সেদিন ইউনাইটেড নেশন ফোরামের স্টেজে দাঁড়িয়েছিলাম। সেদিন গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল। মেয়েরা কী না করতে পারে, শুধু পড়াশোনা নয়, তাঁরা নিজেদের পায়ে দাঁড়িয়ে বড় হয়েছে। ২০১১ সালের পর এই প্রোগ্রামটা করার পরে আজ মেয়েদের ড্রপ out হয়েছে শূন্য, শূন্য। আজ গর্ব করার নেই মেয়েরা দেখিয়ে দিয়েছে। প্রাইমারি স্কুলে ড্রপ আউট শূন্য শূন্য।
advertisement
8/10
তাঁর কথায়, "সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন। এটা আমার গর্ব, আজ আমাদের রাজ্যে ৯৩ লক্ষের বেশি ‘কন্যাশ্রী’। এই প্রকল্পে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকা। আমরা শুধু মুখে নারীশক্তির ক্ষমতায়নের কথা বলি না। আমরা করে দেখাই।"
advertisement
9/10
"জয় হিন্দ! জয় বাংলা! জয় কন্যাশ্রী!" স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীর বলেন, "আমি সকল কন্যাশ্রীদের বলব জীবনে অনেক বড় হও এবং দেশের মুখ উজ্জ্বল করো, রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে। তোমরাই বিশ্বে সম্মানের মুকুট নিজেদের মাথায় পড়বে।"
advertisement
10/10
কন্যাশ্রী প্রকল্পে আবেদনের নিয়ম:কন্যাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য, প্রথমে স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রটি ভাল ভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি (যেমন বয়সের প্রমাণ, ঠিকানার প্রমাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি)-সহ স্কুলে জমা দিতে হবে। আবেদনপত্র যাচাই করার পর, উপযুক্ত হলে আপনি কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
কন্যাশ্রী দিবসে বিরাট সুখবর...! ১২ লক্ষ ছাত্রীকে মুখ্যমন্ত্রীর 'উপহার', কারা পাচ্ছেন? কী ভাবে করবেন আবেদন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল