Kalighat Temple: কালীঘাটে মায়ের মন্দিরে যাবেন? বৃহস্পতিবার থেকে নতুন নিয়ম, জানেন তো?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kalighat Temple: কোভিড বৃদ্ধির কারণে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে গর্ভগৃহে দর্শকদের প্রবেশ বন্ধ রেখেছিল। (তথ্য: বিশ্বজিৎ সাহা)
advertisement
1/5

আগামীকাল, বৃহস্পতিবার থেকে খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে বন্ধ ছিল গর্ভগৃহ। দর্শকদের প্রবেশের জন্য বন্ধ রাখা ছিল। শুধুমাত্র পূজা-অর্চনা চলছিল।
advertisement
2/5
কোভিড বৃদ্ধির কারণে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে গর্ভগৃহে দর্শকদের প্রবেশ বন্ধ রেখেছিল। আগামীকাল থেকে ফের কালীঘাটে মায়ের মন্দিরের গর্ভগৃহে দর্শকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
advertisement
3/5
ক্রমাগত বাড়তে চলা করোনা সংক্রমণ ঠেকাতেই গর্ভগৃহে দর্শকদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে। ১ জানুয়ারি ছিল নববর্ষ। আবার ছিল কল্পতরু উৎসব। সেজন্য সকলেই ওই দিনটিতে মায়ের পুজো দিয়ে বছর শুরু করতে চান। ফলে অগুণতি মানুষের ভিড় হয় কালীঘাট মন্দিরে। তাই সেই দিন থেকেই বন্ধ ছিল গর্ভগৃহ। তবে, সে সময় গোটা মন্দিরই বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে মন্দির খুললেও বন্ধ ছিল গর্ভগৃহ। এবার সেই গর্ভগৃহও খুলে দেওয়া হচ্ছে।
advertisement
4/5
করোনার নয়া প্রজাতি ‘ওমিক্রন’ গোটা দেশের পাশাপাশি রাজ্যেও উদ্বেগ বাড়িয়েছিল। করোনা সংক্রমণের গ্রাফও এখনও ঊর্ধ্বমুখী। যার ফলে নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে রাজ্য সরকার।
advertisement
5/5
সংক্রমণ ঠেকাতে কোভিড-বিধি মেনে চলা ও জমায়েত এড়ানোরও বার্তা দিয়েছে সরকার। সেজন্যই ১ জানুয়ারি থেকে ভিড় এড়াতেই ভক্ত ও দর্শনার্থীদের জন্য মন্দির চত্বর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। ধীরে ধীরে এবার সব খুলে দেওয়া হচ্ছে।