আমফানের রেশ কাটতে না কাটতেই ফের প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
এত ক্ষয়ক্ষতির মধ্যেও আবারও প্রকৃতির রোষে পড়তে চলেছে রাজ্য
advertisement
1/6

চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। সপ্তাহের মাঝামাঝি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। (প্রতীকী চিত্র)
advertisement
2/6
প্রবল দক্ষিণের হওয়ায় জলীয়বাষ্প ঢুকছে সাগর থেকে। প্রচুর জলীয় বাষ্প থেকে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। সেখান থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রের অভ্যন্তরে প্রবল ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথাও বলেছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের ও মঙ্গলবার সমুদ্রে যেতে মানা করা হয়েছে। (প্রতীকী চিত্র)
advertisement
3/6
অসম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি হবে আগামী কয়েকদিন। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ ও সিকিমে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। (প্রতীকী চিত্র)
advertisement
4/6
দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়তে পারে বুধবারের পর থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও দুই ২৪ পরগণা ও কলকাতায় সোম, মঙ্গল, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (প্রতীকী চিত্র)
advertisement
5/6
কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি, স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭২ থেকে ৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। (প্রতীকী চিত্র)
advertisement
6/6
আগামী কয়েকদিন তাপপ্রবাহ চলবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশের একাংশ এবং রাজস্থানে। বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে আবার পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ ভারতের কেরলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। (প্রতীকী চিত্র)