Junior Doctor Protest: দাবির পিঠে পাল্টা দাবি! মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে কী রফা হল? জানালেন সিনিয়র ডাক্তাররা
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Junior Doctor’s Protest: চিকিৎসকদের দাবি, তাঁরা চান সমস্যা মিটে যাক আজই। তাঁরা মুখ্য সচিবের কাছে আবেদন করেছেন যাতে, জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবির প্রেক্ষিতে রাজ্য সরকারের কী অবস্থান সেটা তাঁরা বিবৃতি দিয়ে জানান।
advertisement
1/9

সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক হল স্বাস্থ্য ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তবে ছিলেন না স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। কী রফা হল বৈঠকে?
advertisement
2/9
মুখ্য সচিবকে অনশন মঞ্চ যাওয়ার আবেদন জানালেন চিকিৎসকরা। 'উই ওয়ান্ট জাস্টিস' বলাতে কেন গ্রেফতার করা হল? সোমবার চিকিৎসকদের সংগঠন সরব হল মুখ্য সচিব,স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে।
advertisement
3/9
দক্ষিণ কলকাতার একটি পুজোমণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান দিয়ে গ্রেফতার হয়েছিলেন নয় আন্দোলনকারী। পরে হাই কোর্টে তাঁদের জামিন হয়। এই নয় আন্দোলনকারীর গ্রেফতারির প্রসঙ্গ বৈঠকে উঠেছে বলে একটি সূত্রের খবর।
advertisement
4/9
চিকিৎসকদের দাবি, তাঁরা চান সমস্যা মিটে যাক আজই। তাঁরা মুখ্য সচিবের কাছে আবেদন করেছেন যাতে, জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবির প্রেক্ষিতে রাজ্য সরকারের কী অবস্থান সেটা তাঁরা বিবৃতি দিয়ে জানান।
advertisement
5/9
থ্রেট কালচার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশের মদতে চলছে। বৈঠকে এই প্রসঙ্গ তুললেন চিকিৎসকদের সংগঠন।
advertisement
6/9
চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা স্বাস্থ্যভবনে বৈঠক বলেছেন, "দুশো কুড়ি ঘন্টা অতিক্রান্ত। আর সময় নষ্ট করা যাবে না। সদর্থক বৈঠকের আশায় এসেছি। ভেতরে জলস্পর্শ করব না। মুখ্য সচিবকে স্মারকলিপি দেব।"
advertisement
7/9
চিকিৎসকরা দ্রোহ কার্নিভ্যালে মুখ্য সচিবকেও আবেদন জানিয়েছেন আসার জন্য। থ্রেট কালচার, প্রতি পদক্ষেপে জুনিয়র ডক্টরদের অনশন মঞ্চ তৈরির জন্য বাধা- সহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকরা এই বৈঠকে।
advertisement
8/9
বৈঠক শেষে মুখ্য সচিবের আশ্বাস মিলেছে বলেই জানালেন চিকিৎসকরা। তাঁদের দাবি, "আশা করছি রাজ্য সরকার সদর্থক পদক্ষেপ করবে। মুখ্য সচিব জানিয়েছেন তিনি দেখছেন।" গোটা বিষয়টি আলোচনা স্তরে রয়েছে বলেই দাবি সিনিয়র চিকিৎসকদের সংগঠনের।
advertisement
9/9
বৈঠকে পাল্টা রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের দাবি, জুনিয়র চিকিৎসকদের দাবি মতো একাধিক আধিকারিকদের সরানো হয়েছে, বদলি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বৈঠক করেছেন। তারপর কেন মনে করছেন রাজ্যের সদিচ্ছা নেই?