TRENDING:

Sealdah court judge Anirban Das: 'চোখের বদলা চোখ নয়!' সঞ্জয়কে কেন প্রাণদণ্ড দিলেন না, নির্দেশনামায় ব্যাখ্যা দিলেন বিচারক

Last Updated:
কেন তিনি সঞ্জয়কে প্রাণদণ্ড দিলেন না, শাস্তি ঘোষণা করতে গিয়ে তার ব্যাখ্যাও দিয়েছেন বিচারক অনির্বাণ দাস৷
advertisement
1/6
'চোখের বদলা চোখ নয়!'সঞ্জয়কে কেন প্রাণদণ্ড দিলেন না,নির্দেশনামায় লিখলেন বিচারক
কেন তিনি সঞ্জয়কে প্রাণদণ্ড দিলেন না, শাস্তি ঘোষণা করতে গিয়ে তার ব্যাখ্যাও দিয়েছেন বিচারক অনির্বাণ দাস৷ তিনি বলেন, আধুনিক বিচার ব্যবস্থাকে চোখের বদলা চোখ, এই ধারণা থেকে সরে আসতে হবে৷
advertisement
2/6
সঞ্জয়ের জন্য অবশ্য ফাঁসির সাজারই আর্জি জানিয়েছিলেন সিবিআই-এর আইনজীবীরা৷ একই দাবিতে সরব হন নির্যাতিতার বাবা-মা সহ গোটা পরিবার, চিকিৎসক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের একটা বড় অংশ৷
advertisement
3/6
যদিও রায় দিতে গিয়ে বিচারক অনির্বাণ দাস বলেন, চোখের বদলা চোখ, নখের বদলে নখ, প্রাণের পাল্টা প্রাণ- আধুনিক বিচার ব্যবস্থায় আদিম এই প্রবণতার ঊর্ধ্বে উঠতে হবে৷
advertisement
4/6
নির্দেশনামায় বিচারক আরও লিখেছেন, বদলা নেওয়া নয়, বরং সভ্য সমাজের কৃতিত্ব লুকিয়ে থাকে সংস্কার, পুনর্বাসন এবং সর্বোপরি নিরাময় করতে পারার মধ্যে৷
advertisement
5/6
বিচারক অনির্বাণ দাস আরও লিখেছেন, বিচার প্রক্রিয়ার মূল লক্ষ্যই হল জনতার আবেগে ভেসে গিয়ে নয়, তথ্যপ্রমাণের উপরে দাঁড়িয়ে আইনের শাসন বজায় রাখা৷
advertisement
6/6
বিচারক আরও জানান, আরজি করের ঘটনা অবশ্যই ঘৃণ্য, কিন্তু তা বিরলের মধ্যে বিরলতম নয়৷ যে বিষয়গুলির উপর দাঁড়িয়ে কোনও অপরাধকে বিরলের মধ্যে বিরলতম হিসেবে গণ্য করা হয়, আরজি কর কাণ্ড তার মধ্যে পড়ে না বলেই নির্দেশনামায় উল্লেখ করেছেন বিচারক দাস৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Sealdah court judge Anirban Das: 'চোখের বদলা চোখ নয়!' সঞ্জয়কে কেন প্রাণদণ্ড দিলেন না, নির্দেশনামায় ব্যাখ্যা দিলেন বিচারক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল