Saraswati Puja Special: যামিনী রায় স্টাইলে মা সরস্বতী, মণ্ডপে এলেন হলুদ ট্যাক্সিতে! দেখুন বিশেষ পুজোর আয়োজন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রতিমা এল হলুদ ট্যাক্সিতে৷ কলকাতার নস্টালজিয়া উস্কে দিয়ে৷ থিম ছিল নস্টালজিয়া। হলুদ ট্যাক্সিতে এলেন মা। ৫০ জন বিশেষভাবে সক্ষম বাচ্চারাও অঞ্জলি দিল।
advertisement
1/5

দক্ষিণ কলকাতায় যেমন ম্যাডক্স স্কোয়ার। উত্তর কলকাতায় তেমন উত্তরের আড্ডা। সরস্বতী পুজোর সময় উত্তরের আড্ডা জমে ওঠে নাচ গান আঁকা খাওয়া দাওয়ায়।
advertisement
2/5
যামিনী রায় ঘরানার প্রতিমা। যা দেখে প্রাণ ভরে সকলে প্রণাম করছেন৷ আর এই প্রতিমা এল হলুদ ট্যাক্সিতে৷ কলকাতার নস্টালজিয়া উস্কে দিয়ে৷ থিম ছিল নস্টালজিয়া। হলুদ ট্যাক্সিতে এলেন মা। ৫০ জন বিশেষভাবে সক্ষম বাচ্চারাও অঞ্জলি দিল।
advertisement
3/5
উত্তরের আড্ডার সরস্বতী পুজোতে আড্ডা আঁকা আরও কত কী! ৩০ জন শিল্পীর তুলির আঁচড়ে পুজোর উদ্বোধন।
advertisement
4/5
বড় বড় ক্যানভাসে ত্রিশ জন আর্ট কলেজের ছাত্র ছাত্রী রাস্তার ওপরে দাঁড়িয়ে আঁকলেন ছবি। এভাবেই বোধন হল শ্যামবাজার দেশবন্ধু পার্কের সরস্বতী পুজোর৷
advertisement
5/5
১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডঃ মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের পুজো উত্তরের আড্ডা। সরস্বতী পুজোতে জমজমাট ছিল আয়োজন৷