WBSEDCL Tariff Hike: WBSEDCL-এ বিদ্যুতের মাশুল কি সত্যিই বেড়েছে? সংস্থা দিল বয়ান, আসল সত্যিটা চমকে দেবে
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
WBSEDCL Tariff Hike:বিপুল সংখ্যায় গ্রাহকদের কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেয় সংস্থা৷ মাশুল বাড়লে অনেকের পকেটেই টান পড়তে বাধ্য৷
advertisement
1/6

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিদ্যুতের মাশুলের হেরফের নিয়ে নানারকম আলোচনা চলছে৷ সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে৷ বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটের মধ্যে চুপিসাড়ে বিদ্যুতের মাশুল বাড়িয়েছে রাজ্য সরকার৷
advertisement
2/6
যদিও সে বিষয়টি নিয়ে স্পষ্ট শাসক দল বা সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, তেমন কিছু হয়নি৷ কিন্তু এ বার সে কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হল WBSEDCL-এর পক্ষ থেকেও৷ কিন্তু কী জানালেন তাঁরা?
advertisement
3/6
গরমে হাঁসফাস করছে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বেশিরভাগ অংশ৷ রাজ্যের বেশিরভাগ অংশেই বিদ্যুৎ পরিষেবা প্রদান করে থাকে WBSEDCL৷ বিপুল সংখ্যায় গ্রাহকদের কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেয় সংস্থা৷ মাশুল বাড়লে অনেকের পকেটেই টান পড়তে বাধ্য৷
advertisement
4/6
যদিও শনিবার WBSEDCL-এর তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘WBSEDCL-এর বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানীং কিছু গণমাধ্যমে কোনও কোনও মহল থেকে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে । এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং অসত্য।’
advertisement
5/6
লেখা হয়েছে, ‘সকল গ্রাহকদের অবগতির উদ্দেশ্যে জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাশুল প্রতিনিয়ত নির্ধারন করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। মাননীয় কমিশন গত ০৬.০৩.২০২৪ তারিখে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য WBSEDCL-এর Tariff Order মঞ্জুর করেছে।
advertisement
6/6
এই আদেশনামা অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোনোরূপ মাশুল বৃদ্ধি হয় নি। এই ধরনের অপপ্রচারে কোনরূপ গুরুত্ব প্রদান না করার জন্য সকল গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে। এই ব্যাপারে কোনও প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। গ্রাহকদের আবারও জানানো হচ্ছে কোন রকম অসত্য প্রচারে বিভ্রান্ত হবেন না, বিদ্যুতের মাশুল একই আছে।