Is TTE Real Or Fake: ‘টিকিটটা দেখান তো’ - বললেই আত্মরাম খাঁচা ছাড়া! কিন্তু জানেন কি কোট গায়ে ব্যাজ লাগিয়ে যিনি ঘুরছেন তিনি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Is TTE Real Or Fake: রেলপথে লাল ব্যাজ দেখেই ভুয়ো টিটিদের ধরছেন যাত্রীরা! প্রতারণার ছক ভাঙতে সাফল্য রেলের
advertisement
1/5

শিয়ালদহ: শিয়ালদহ ডিভিশনে এবার রেল নিল বড় পদক্ষেপ। আসল নকল চিনতে এবার বিশেষ ব্যাজ ব্যবহার। হাতেনাতে মিলছে ফলও। শিয়ালদহ শাখার রেলপথে ভুয়ো টিকিট পরীক্ষক সেজে যাত্রীদের হয়রানি ও প্রতারণা করার অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। প্রতারকের দৌরাত্ম্য রুখতেই সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের তরফে চালু করা হয় বিশেষ ব্যাজ ব্যবস্থা, যা টিকিট পরীক্ষকদের (TTE) আসল ও নকল পরিচয় আলাদা করতে সাহায্য করছে। এর ফলেই ধরা পড়ে পরপর দুজন ভুয়ো টিকিট পরীক্ষক। Photo- Repreesentative (AI)
advertisement
2/5
রেল সূত্রে জানা গিয়েছে, টিকিট পরীক্ষকদের দেওয়া ওই বিশেষ ব্যাজ এর সামনে ভারতীয় রেলের একটা ছবি দেওয়া আছে। তার ওপর একটা সই করা রয়েছে। সেই সই রেলের এক উচ্চপদস্থ আধিকারিকের। গোলাপি রঙ ব্যবহার করে করা শরীরের বিশেষ গুরুত্ব রয়েছে ভুয়ো পরিচয়পত্র আটকাতে। ব্যাচের পেছনে রয়েছে একটি কিউআর কোড। যা স্ক্যান করলেই ওই টিকিট পরীক্ষকের সরকারি কর্মচারী হওয়ার তথ্য মিলবে মুহূর্তেই। যাত্রীরা যাতে সহজেই আসল টিকিট পরীক্ষককে চিনে নিতে পারেন, তার জন্যই এই পদক্ষেপ। Photo- Representative
advertisement
3/5
এই ব্যবস্থা কার্যকর হওয়ার পরই রবিবার একদিনে দু’টি ভুয়ো পরিচয় দিয়ে টিকিট পরীক্ষককে ধরে ফেলা সম্ভব হয়েছে বলেই রেল সূত্রে জানা গিয়েছে। প্রথম ঘটনা ঘটে শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে। এক ব্যক্তি নিজেকে টিকিট পরীক্ষক হিসেবে পরিচয় দিচ্ছিলেন। যাত্রীরা তাঁর কাছে ব্যাজ দেখতে চাইলে তিনি প্রথমে অস্বস্তি বোধ করেন, পরে নিজেকে 'ভিজিল্যান্স অফিসার' বলে দাবি করতে থাকেন। সন্দেহ হওয়ায় যাত্রীরা রেল কর্তৃপক্ষকে ফোন করেন। খবর পেয়ে রেল পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। Photo- Representative
advertisement
4/5
দ্বিতীয় ঘটনাটি ঘটে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। কয়েক জন আসল টিকিট পরীক্ষক লক্ষ্য করেন, এক ব্যক্তি জোর করে যাত্রীদের কাছে টিকিট চাইছেন। তাঁর আচরণে সন্দেহ হওয়ায় তাঁরা ঘিরে ধরেন ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনিও ভুয়ো টিকিট পরীক্ষক। নতুন এই ব্যাজ পরীক্ষার মধ্যে দিয়েই আসল নকল আটকাতে প্রচারও চালানো হচ্ছে রেলের তরফে। Photo- Representative
advertisement
5/5
ফলে নতুন এই ব্যাজ ব্যবহার প্রতারণা আটকাতে বড় ভূমিকা নিচ্ছে। রেল সূত্রে পরামর্শ দেওয়া হয়, কোনও ব্যক্তি যদি নিজেকে টিকিট পরীক্ষক বলে দাবি করেন, তাহলে প্রথমেই তাঁর ব্যাজ দেখতে চাওয়া উচিত। সন্দেহ হলে সঙ্গে সঙ্গে হেল্পলাইন নম্বরে বা নিকটস্থ রেল আধিকারিককে বিষয়টি জানানো উচিত। এখন দেখার রেলের এই পদক্ষেপে কতটা বাগে আনা যায় প্রতারকদের। Photo- Representative Input-Rudra Narayan Roy