TRENDING:

IN PICS: স্মৃতিমেদুর রাজা বসন্ত রায় রোড, শেষবারের মতো এই বাড়িতে ফিরছেন সোমনাথ চট্টোপাধ্যায়

Last Updated:
advertisement
1/6
IN PICS: স্মৃতিমেদুর রাজা বসন্ত রায় রোড, শেষবারের মতো এই বাড়িতে ফিরছেন সোমনাথ চট্টোপাধ্যায়
গত কয়েকদিন ধরেই বাড়ছিল উৎকণ্ঠা। আজ সকালে খবর আসার পর স্মৃতিমেদুর রাজা বসন্ত রায় রোড ৷ এখানেই জীবনের শেষ দিনগুলি কাটিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় ৷ বাড়ি মালিককে এবার শেষ বিদায় জানানোর পালা। আজ মন খারাপ সাদার্ন অ্যাভিনিউর P৫১৫, রাজা রায় রোডের বাড়ির। দোতলার ঘরে শোওয়া। দিনের বাকি সময়টা কাটত বসার ঘর ও সংলগ্ন লাইব্রেরিতে। সেই ঘরেই সোমনাথ চট্টোপাধ্যায়ের জন্য পাতা হয়েছে শেষশয্যা।
advertisement
2/6
কত স্মৃতি ভিড় করে আসছে মনে। প্রয়াত সাংসদ ও লোকসভা অধ্যক্ষের ফাঁকা ঘরে তাঁর আর্কাইভ আজ থেকে শুধুই স্মৃতি।
advertisement
3/6
শারীরিক অসুস্থতার কারণে চার বছর আগে বোলপুরের খেয়া ছেড়ে চলে আসেন কলকাতা। আর ফেরা হয়নি।
advertisement
4/6
আইনজীবী থেকে বাম রাজনীতিতে যোগ দিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। দশ বারের সাংসদ। প্রথম বাঙালি হিসেবে লোকসভার অধ্যক্ষ। সংবিধানকে অগ্রাধিকার দিতে গিয়েই দল থেকে বহিষ্কারও হতে হয়েছে তাঁকে। বিতর্ক থেকে দলমত নির্বিশেষে গুরু-স্নেহ সম্পর্ক। রেখে গেলেন বর্ণময় চল্লিশ বছরের রাজনৈতিক জীবন বৃত্ত।
advertisement
5/6
ধুলো জমা টেবিল, প্রিয় চেয়ারে রইল পড়ে শুধুই স্মৃতির প্রলেপ। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে আজ শোকস্তব্ধ প্রবীণ রাজনীতিবিদের পাড়াও ৷
advertisement
6/6
বার্ধক্যজনিত সমস্যায় আগেও বারবার হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এবার আর ফেরা হল না। চলে গেলেন বাম রাজনীতির প্রবীণ সদস্য সোমনাথ চট্টোপাধ্যায়। এই বাড়ি আজ শেষ বারের মতো পাবে তার স্পর্শ ৷ তবে সে স্পর্শ তাঁর নিথর দেহের ৷ সে স্পর্শ ভাললাগার উষ্ণতার নয়, মৃত্যুর শীতল স্পর্শ ৷ বিধানসভা থেকে মরদেহ আনা হবে এই বাড়িতেই ৷ ৷ সেখানে সাধারণ মানুষেরা প্রয়াত রাজনীতিবিদকে শ্রদ্ধা জানাতে পারবেন ৷ সন্ধে ৬টার পর সোমনাথ চট্টোপাধ্যায়ের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দেহ দান করা হবে এসএসকেএম হাসপাতালে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IN PICS: স্মৃতিমেদুর রাজা বসন্ত রায় রোড, শেষবারের মতো এই বাড়িতে ফিরছেন সোমনাথ চট্টোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল