Indian Railways: হাওড়া থেকে ছেড়েছিল রাজধানী...কেউ ভাবতেও পারেনি AC-কোচে কী খেলা চলছে! RPF-CIB রেড মারতেই...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
১৯ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। আরপিএফ ইন্সপেক্টর অজয় প্রকাশ, এসআই মনীষা কুমারী, এসআই পালিক মিঞ্জ, রাকেশ কুমার, সত্যেন্দ্র প্রসাদ, রাম প্রসাদ, সিআইবি ইন্সপেক্টর অরবিন্দ কুমার রাম, এএসআই সুশীল কুমার এবং শশীকান্ত তিওয়ারি, জিআরপি এএসআই নন্দলাল রাম, দিলীপ কুমার পাল, রাজকুমার পাসওয়ান প্রমুখ।
advertisement
1/9

হাওড়া থেকে নয়াদিল্লিগামী, বিলাসবহুল রাজধানী এক্সপ্রেস। AC- কোচে দুর্দান্ত পরিষেবা৷ দিল্লিগামী এই রাজধানী এক্সপ্রেস হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন হিসাবে পরিচিত৷ Generated image
advertisement
2/9
১২৩০১ হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মেই যাচ্ছিলেন যাত্রীরা৷ ট্রেনের সেকেন্ড এসির এ-১ এবং এ-২ কোচে গুছিয়ে বসেছিলেন যে যার সিট মতো৷ নিজেদের ট্রলি, ব্যাগও রেখে দিয়েছিলেন নির্দিষ্ট জায়গায়৷ Generated image
advertisement
3/9
আপাতদৃষ্টিতে কারওকে দেখেই তাদের সহযাত্রীদের তেমন কিছু মনে হয়নি৷ কারণ সন্দেহজনক কোনওকিছুই চোখে পড়েনি কিছু৷ Generated image
advertisement
4/9
এর মাঝে হঠাৎ করেই ওই AC- কোচে হুড়মুড়িয়ে উঠতে শুরু করল RPF-CIB৷ ঘটনার আকস্মিকতায় রীতিমতো ভয় পেয়ে যান অনেকে৷ তবে, মুখ বিশেষ করে ফ্যাকাসে হয়ে যায় এক যুবকের৷ আর RPF-CIB-ও তার সিটের সামনেই এসে দাঁড়ায়৷ Generated image
advertisement
5/9
যুবকের কপাল দিয়ে তখন দর দর করে ঘাম ছুটছে৷ RPF যুবকের তল্লাশি নিতে শুরু করলেই সহযাত্রীদের কাছে স্পষ্ট হয়ে যায় সবকিছু৷ তাঁর ট্রলি থেকে বেরিয়ে আসে ১৪ প্যাকেট গাঁজা৷ Generated image
advertisement
6/9
শুধুমাত্র ওই ট্রলিই নয়, ওই দিন হাওড়া-রাজধানীতে সফর করছিলেন আরও ২ যুবক৷ তাদেরও এদিন পাকড়াও করে RPF৷ তিনজনের ট্রলি থেকে উদ্ধার হয় ১৪টি গাঁজার প্যাকেট, যার প্রতিটির ওজন ১ কেজি৷ যার বাজার মূল্য ৬,৩০,০০০ টাকা৷ Generated image
advertisement
7/9
জিজ্ঞাসাবাদের সময়, তিনজনই জানিয়েছে যে ওড়িশার আঙ্গুলে বসবাসকারী জনৈক সঞ্জয় নামের এক ব্যক্তি তাদের তিনটি ট্রলি ব্যাগ দিয়েছিল। তারা হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে প্রয়াগরাজ যাচ্ছিল। প্রয়াগরাজে, তাদের রামকুমার নামে এক ব্যক্তিকে ওই গাঁজা ভর্তি ট্রলি ব্যাগ দেওয়ার কথা ছিল। বিনিময়ে তাদের টাকা পাওয়ার কথা ছিল। তিনজনের কাছ থেকে মোবাইল, নগদ ২১০০ টাকা এবং একটি ব্যাকপ্যাক বাজেয়াপ্ত করা হয়েছে। রেলওয়ে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। Generated image
advertisement
8/9
ধৃত তিনজন গাঁজা পাচারকারীই ১৮ থেকে ২৪ বছরের মধ্যে বয়সি যুবক। এদের মধ্যে রয়েছেন নালন্দার ১৮ বছর বয়সি সৌরভ কুমার, সিওয়ানের ২৪ বছর বয়সি অখিলেশ মোহন এবং ২১ বছর বয়সি রঞ্জিত কুমার। রঞ্জিত বর্তমানে হরিয়ানার পানিপথে থাকতেন। Generated image
advertisement
9/9
১৯ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। আরপিএফ ইন্সপেক্টর অজয় প্রকাশ, এসআই মনীষা কুমারী, এসআই পালিক মিঞ্জ, রাকেশ কুমার, সত্যেন্দ্র প্রসাদ, রাম প্রসাদ, সিআইবি ইন্সপেক্টর অরবিন্দ কুমার রাম, এএসআই সুশীল কুমার এবং শশীকান্ত তিওয়ারি, জিআরপি এএসআই নন্দলাল রাম, দিলীপ কুমার পাল, রাজকুমার পাসওয়ান প্রমুখ। Generated image