লোকাল ট্রেনের যাত্রীদের জন্য নয়া পরিষেবা চালু করছে রেল, ট্রেনযাত্রা এবার ফুরফুরে...
Last Updated:
advertisement
1/4

অফিস যাওয়ার সময় নাস্তানাবুদ অবস্থা! লোকাল ট্রেনের টিকিট কাটার বিশাল লাইন! তবে এবার নাজেহাল হওয়ার দিন শেষ! রেল সূত্রে খবর, শিয়ালদহ শাখায় চালু হচ্ছে নয়া ব্যবস্থা! লাইনে দাঁড়িয়ে আর টিকিট কাটতে হবে না! Photo Source: Collected
advertisement
2/4
তাহলে কীভাবে টিকিট কাটবেন ? রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত শিয়ালদহ শাখায় পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে অ্যাপ মারফত টিকিট কাটার ব্যবস্থা। ‘ইউপিএস অ্যাপ’-নামের একটি অ্যাপ চালু করতে চলেছে রেল। Photo Source: Collected
advertisement
3/4
স্টেশনে থাকা যন্ত্রে নিজের ফোন স্ক্যান করলে নিজস্ব কোডটি জেনারেট হবে। সেটিই বৈধ টিকিট নম্বর। টিকিট পরীক্ষককে সেটি দেখালেই চলবে। Photo Source: Collected
advertisement
4/4
এই অ্যাপটি শুরু হলে তিনটে উপকার হবে-- পেপারলেস টিকিটের বন্দোবস্ত করা যাবে। পরিষেবা অনেক দ্রুত হবে। নিত্য যাত্রীদের রেল যাতায়াত ক্যাশলেস হবে। Photo Source: Collected