Indian Railway: বড়দিনে আগেই ক্রিসমাস-স্পেশাল ট্রেন চালু হাওড়া ডিভিশনে! দেখে নিন তালিকা
- Published by:Sayani Rana
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
বড়দিনের প্রাক্কালে অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। এই সময় বহু মানুষ কলকাতার বাইরে থেকে বেড়াতে আসেন। এই বিষয়টির কথা মাথায় রেখে আগামী ২৪.১২.২০২৩ তারিখে হাওড়া ডিভিশন থেকে স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
advertisement
1/7

বড়দিনের প্রাক্কালে অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। ক্রিসমাস বা বড়দিন উপলক্ষ্যে বহু মানুষ কলকাতার বাইরে যেমন বর্ধমান, আরামবাগ, তারকেশ্বর ইত্যাদি জায়গা থেকে বেড়াতে আসেন। এই বিষয়টির কথা মাথায় রেখে আগামী ২৪.১২.২০২৩ তারিখে হাওড়া ডিভিশন থেকে স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
advertisement
2/7
এই স্পেশাল ট্রেনটি সকাল ৫ টা ১০ মিনিটে গোঘাট স্টেশন থেকে ছেড়ে সকাল ৭ টা ৪০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে। পুনরায় ট্রেনটি বিকেল ৫টা ৩৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে গোঘাট স্টেশনে পৌঁছাবে রাত ৮টা ৫ মিনিটে।
advertisement
3/7
অপর একটি ইএমইউ স্পেশাল ট্রেন সকাল ৫ টা ২০ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছেড়ে হাওড়া পৌঁছাবে সকাল ৭ টা ৪০ মিনিটে। পুনরায় স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে বিকেল ৫ টা ১৫ মিনিটে ছেড়ে বর্ধমান স্টেশনে পৌঁছাবে সন্ধ্যে ৭ টা ৪০ মিনিটে।
advertisement
4/7
অন্যদিকে, কাটোয়া-হাওড়া-কাটোয়া ইএমইউ স্পেশাল ট্রেন কাটোয়া থেকে সকাল ৫টা ২০ মিনিটে ছেড়ে, হাওড়া পৌঁছবে সকাল ৮টা ৩০ মিনিটে। পুনরায় স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে, কাটোয়া পৌঁছবে রাত ৮ টা ৩০ মিনিটে।
advertisement
5/7
এছাড়াও, টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামী ২৪শে ডিসেম্বর রবিবার সকাল ১০টা পর্যন্ত সপ্তাহের অন্যান্য দিনের মতোই ইএমইউ ট্রেন চালানো হবে।
advertisement
6/7
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বড়দিনের উৎসবে প্রচুর মানুষ কলকাতায় আসেন। এছাড়া বহু মানুষ আছন যারা লোকাল ট্রেনে চেপে ব্যান্ডেল, বর্ধমান, তারকেশ্বর, কাটোয়া, নবদ্বীপ-সহ একাধিক জায়গায় যান। আর তাঁদের সুবিধার কথা ভেবেই এই স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে।
advertisement
7/7
তবে নিত্যযাত্রীদের প্রশ্ন, হাওড়া ডিভিশনে সঠিক সময়ে ট্রেন কবে চলবে? দীর্ঘ কয়েক মাস ধরে যথাযথ সময়ে লোকাল ট্রেন চলছে না৷ ট্রেন প্রায় ২৫-৪০ মিনিট দেরিতে চলছে। সেই পরিষেবা কবে স্বাভাবিক হবে, জানতে চাইছেন নিত্যযাত্রীরা।