Indian Railways: লোকাল ট্রেনে দ্বিগুণ মজা! শিয়ালদহ শাখায় যোগ হবে ফার্স্ট ক্লাস কামরা! কোন কোন ট্রেন?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
পুজোর আগে তাড়াহুড়ো না করে এবার শিয়ালদহের তিনটি রুটে প্রথম শ্রেণির কামরা চালু করার প্রস্তুতি নিচ্ছে শিয়ালদহ ডিভিশন।
advertisement
1/6

এবার মুম্বইয়ের ট্রেনের আদলে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন লোকাল ট্রেনে প্রস্তুত হচ্ছে। লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা চালু করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ।
advertisement
2/6
কিন্তু পুজোর আগে তাড়াহুড়ো না করে এবার শিয়ালদহের তিনটি রুটে প্রথম শ্রেণির কামরা চালু করার প্রস্তুতি নিচ্ছে শিয়ালদহ ডিভিশন। সূত্রের খবর, অনুসারে ইতিমধ্যে এই কথা জানিয়ে পূর্ব রেলের সদর দফতর থেকে ছাড়পত্র এসেছে।
advertisement
3/6
সূত্রের খবর অনুযায়ী, ৩১০০১ এবং ৩১০০২ রুটের শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩১২৩০ এবং ৩১২৩১ রুটের শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল এবং ৩১৪২৩ ও ৩১৪৩২ রুটের শিয়ালদহ-নৈহাটি লোকালে প্রথম শ্রেণির কামরা যোগ করা হবে।
advertisement
4/6
রেল সূত্রের খবর, কিছুটা বাড়তি ভাড়ায় যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতেই এই নতুন প্রচেষ্টা। শিয়ালদহ থেকে প্রথম শ্রেণির কামরায় ভাড়া হতে পারে ১১০ টাকা। সাধারণ কামরায় মাসিক টিকিটের ক্ষেত্রে যেখানে ভাড়া পড়ে ৩৫৫ টাকা, সেখানে প্রথম শ্রেণিতে ওই ভাড়া হতে পারে মাসিক ১২৭০ টাকা।
advertisement
5/6
রেল সূত্রে জানা যাচ্ছে, প্রথম শ্রেণির কামরায় সাধারণ আসনের পরিবর্তে নরম আসন থাকবে প্রথম শ্রেণির ট্রেনে। পরিকল্পনা মত চললে শীতের মরশুমে এই ব্যবস্থা চালু হতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
6/6
গত বছর, শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে রেল বোর্ডের কাছে বাতানুকূল( এ.সি) ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল যাত্রী সুবিধার কথা ভেবে। রেল এখনও সেই প্রস্তাব বিবেচনায় রেখেছে।