TRENDING:

IMD Rain Update: সাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প...সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কবে? দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর, জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
আলিপুর জানাচ্ছে, এখন চলবে গরম পশ্চিমের হাওয়ার দাপট। আগামী ৫ দিনে তেমন কোনও উল্লেখ্যযোগ্য পরিবর্তন হবে না তাপমাত্রার। তাপপ্রবাহ থাকবে। পশ্চিমের ৫/৭ জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা।
advertisement
1/9
সাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প..সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কবে? দিন জানাল আলিপুর
কোনও দিন ৪১, তো কোনও দিন ৪২৷ কলকাতায় লাফিয়ে লাফিয়ে চড়ছে তাপমাত্রার পারদ৷ তাপপ্রবাহ পরিস্থিতির মাঝে রীতিমতো হাঁসফাঁস দশা আমাদের৷ আগামী কয়েকদিনও কি এমনই থাকবে পরিস্থিতি? নাকি অবস্থার কিছু পরিবর্তনের আশা আছে? আগামী কয়েকদিনের আবহাওয়ার আগাম আপডেট জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত৷
advertisement
2/9
আগামী ৪ মে পর্যন্ত রাজ্যে কোনও বৃষ্টি নেই। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানানো হয়েছে তারিখ৷ তার আগে আসুন জেনে নিই কোথায় কেমন আবহাওয়া?
advertisement
3/9
আলিপুর জানাচ্ছে, এখন চলবে গরম পশ্চিমের হাওয়ার দাপট। আগামী ৫ দিনে তেমন কোনও উল্লেখ্যযোগ্য পরিবর্তন হবে না তাপমাত্রার। তাপপ্রবাহ থাকবে। পশ্চিমের ৫/৭ জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা।
advertisement
4/9
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। আজও তাপপ্রবাহ কলকাতায়। এবছর এপ্রিল মাসে এই নিয়ে চতুর্থ দফায় তাপপ্রবাহের স্পেল। যা অতীতে এপ্রিল মাসে কোনওদিন ঘটেনি।
advertisement
5/9
১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক ৩ স্পেল তাপপ্রবাহ চলেছে। ২০২৪ সালের আজকের তারিখ ধরে এপ্রিলে মোট ৯ দিনের তাপপ্রবাহ। ২০০৯ সালে এপ্রিলে ২ টি তাপপ্রবাহ স্পেল ছিল। ৪ দিন করে মোট ৮ দিন। তবে ৪ মে পর্যন্ত তাপপ্রবাহ চললেও শোনা গিয়েছে আশার কথা।
advertisement
6/9
আগামী ৫ মে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। পশ্চিমের হওয়ার দাপট কমবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। আজ, রবিবারও পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে এই বৃষ্টিতে প্রভাব পড়বে না তাপপ্রবাহে।
advertisement
7/9
পূর্বাভাস অনুসারে, আগামী রবি ও সোম ও মঙ্গলবার অর্থাৎ ৫ – ৬ ও ৭ মে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেই অনুমান। হতে পারে শিলাবৃষ্টিও।
advertisement
8/9
উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে।
advertisement
9/9
আজ, রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। সংলগ্ন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় হালকা ঝড়বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Rain Update: সাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প...সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কবে? দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর, জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল