TRENDING:

Rain Forecast In West Bengal: কাঠফাটা রোদ...প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে আজই আসছে বৃষ্টি! সঙ্গে ঝড়... কোন কোন জেলায় পূর্বাভাস দেখে নিন

Last Updated:
গত শুক্রবার থেকেই বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া৷ আগামী চারদিন পরিস্থিতি এমনই থাকতে চলেছে৷ আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানা গিয়েছে৷ আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/8
প্রচণ্ড গরম..রেহাই দিতে আজই আসছে স্বস্তির বৃষ্টি! সঙ্গে ঝড়...কোন কোন জেলায়?
রাত পোহালেই পয়লা বৈশাখ। নতুন জামাকাপড় পরে জমিয়ে খাওয়া দাওয়া আর উৎসব যাপনের আরও একটা দিন৷ আর শুধু দুপুরের খাওয়া দাওয়াই তো নয়, সঙ্গে সন্ধেবেলা সোনার দোকানের নতুন ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট আর শরবত খাওয়াও তো রয়েছে৷
advertisement
2/8
কিন্তু, যা গরম পড়েছে, বৈশাখের পয়লায় আসলে কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া? তার আগে আসুন জেনে নিই, আজ, শনিবারের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷
advertisement
3/8
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
advertisement
4/8
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
advertisement
5/8
গত শুক্রবার থেকেই বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া৷ আগামী চারদিন পরিস্থিতি এমনই থাকতে চলেছে৷ আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানা গিয়েছে৷ আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/8
দক্ষিণে বৃষ্টি কমবে; বাড়বে গরম। আর উত্তরবঙ্গে বাংলা বছরের শুরুতেই ফের বৃষ্টি বাড়বে। পয়লা বৈশাখের দিন গরম ও শুষ্ক আবহাওয়ায় কাটবে কলকাতা-সহ দক্ষিণের সারাদিন। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
7/8
সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে গরম শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই।
advertisement
8/8
কলকাতায় চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে গরম ও অস্বস্তি। একদিকে শুকনো গরম আবহাওয়া; অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশ ও বাড়তে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতার দিন ও রাতের তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Rain Forecast In West Bengal: কাঠফাটা রোদ...প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে আজই আসছে বৃষ্টি! সঙ্গে ঝড়... কোন কোন জেলায় পূর্বাভাস দেখে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল