TRENDING:

Kalbaishakhi Forecast: অবশেষে আসছে কালবৈশাখী, কোন কোন জেলায় হবে ঝড়বৃষ্টি!...একধাক্কায় ২-৩ ডিগ্রি নেমে যাবে পারদ, কবে ভিজবে কলকাতা?

Last Updated:
আগামী ৬ মে থেকে ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, এই ক'দিন উত্তর ২৪ পগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমাব, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
1/8
অবশেষে আসছে কালবৈশাখী, একধাক্কায় ২-৩ ডিগ্রি নামবে পারদ! কবে ভিজবে কলকাতা?
প্রবল গরমে প্রাণ ওষ্ঠাগত৷ গত কয়েকদিনে কলকাতার পারদ ৪৩ ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে ফেলেছে৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই। তেমন কোনও পূর্বাভাস নেই।
advertisement
2/8
তবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। তবে আগের তুলনায় তাপপ্রবাহের তীব্রতা কম থাকবে।
advertisement
3/8
ইতিমধ্যেই আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ জানা গিয়েছে, আজ, শুক্রবার থেকে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত কালবৈশাখী আসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়৷
advertisement
4/8
আবহাওয়া দফতরের ব্যাখ্যা, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত।
advertisement
5/8
হাওড়া, হুগলি ছাড়াও পশ্চিমের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার থেকেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায়।
advertisement
6/8
শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম, মঙ্গল এবং বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
advertisement
7/8
আবহাওয়া দফতর মনে করছে, এই বৃষ্টির জেরে আগামী ৪-৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
advertisement
8/8
আগামী ৬ মে থেকে ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, এই ক'দিন উত্তর ২৪ পগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমাব, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kalbaishakhi Forecast: অবশেষে আসছে কালবৈশাখী, কোন কোন জেলায় হবে ঝড়বৃষ্টি!...একধাক্কায় ২-৩ ডিগ্রি নেমে যাবে পারদ, কবে ভিজবে কলকাতা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল