TRENDING:

IMD Weather Update: কালীপুজো-ভাইফোঁটায় বৃষ্টি? সাগরে নিম্নচাপের কালো মেঘ, ভাসবে কোন কোন জেলা?

Last Updated:
আজ কালীপুজোতে সকাল সন্ধ্যাতে হালকা শীতের আমেজ। কিন্তু ভাইফোঁটাতে আবহাওয়া বদলের সম্ভাবনা। আপাতত মনোরম পরিবেশ; পরিষ্কার আকাশ; হালকা শীতের আমেজ। মঙ্গল ও বুধবার আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও পুরোপুরি মেঘলা আকাশ। কমবে, দিনের তাপমাত্রা বাড়বে রাতের তাপমাত্রা।
advertisement
1/10
কালীপুজো-ভাইফোঁটায় বৃষ্টি? সাগরে নিম্নচাপের কালো মেঘ, ভাসবে কোন কোন জেলা?
আজ শ্যামা মায়ের আরাধনা৷ আলোর উৎসবে ঝলমলিয়ে উঠবে গোটা রাজ্য৷ কিন্তু, উৎসবের আকাশে কি থাকছে দুর্যোগের মেঘ? সাগরের নিম্নচাপ নিয়ে কী আপডেট দিচ্ছে আলিপুর, কোন কোন জেলায় বৃষ্টি, আসুন জেনে নিই৷
advertisement
2/10
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবারই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ-পূর্ব ও আন্দামান সাগর সংলগ্ন অংশে। মঙ্গলবার থেকেই আবহাওয়ায় আমূল বদল৷ আংশিক মেঘলা আকাশ বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা উপকূলে। কবে থেকে সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ?
advertisement
3/10
মঙ্গলবার বঙ্গোপসাগরে ঘনাবে ঘোর নিম্নচাপ৷ বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। গতি পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে পারে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূলে। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতি ও শুক্রবার। তবে, আজ থেকেই কি আকাশে থাকবে কালো মেঘ? বিক্ষিপ্ত বৃষ্টি?
advertisement
4/10
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সেই সম্ভাবনা আপাতত নেই৷ আজ কালীপুজোয় সকাল থেকে সন্ধে, থাকবে হাল্কা শীতের আমেজ। তবে ভাইফোঁটা আসতে না আসতেই হবে বিরাট ভোলবদল৷ কালীপুজোয় আপাতত মনোরম পরিবেশ; পরিষ্কার আকাশ; হালকা শীতের আমেজ। মঙ্গল ও বুধবার আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও পুরোপুরি মেঘলা আকাশ। কমবে, দিনের তাপমাত্রা বাড়বে রাতের তাপমাত্রা।
advertisement
5/10
দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজায় থাকবে উত্তুরে হাওয়ার প্রভাব। জেলায় জেলায় পরিষ্কার আকাশ, স্বাভাবিক তাপমাত্রা; হেমন্তের আবহাওয়া। কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা। আগামী দু’দিন একই রকম থাকবে তাপমাত্রা, তারপর সামান্য বাড়বে রাতের তাপমাত্রা।
advertisement
6/10
পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা নেমে গিয়েছে ২০ ডিগ্রির নীচে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির ঘরে থাকবে। এই সপ্তাহে শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। মঙ্গলবার থেকে হাওয়া বদল। মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। বুধবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।
advertisement
7/10
বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি পূর্ব বর্ধমান এবং নদিয়া  জেলায়।
advertisement
8/10
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।
advertisement
9/10
কলকাতায় পরিষ্কার আকাশ। সকালে ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ। বুধবার থেকে হাওয়া বদল। বাড়বে রাতের তাপমাত্রা মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার মেঘলা আকাশ ও দু’এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫০ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
10/10
আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা কমবে, দু’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। গুজরাটে আগামী দু’দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। প্রবল পূবালি হাওয়া ও উত্তর পূর্বের হাওয়ায় দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার থেকে নতুন করে স্পেলে বৃষ্টি হতে পারে কেরালা মাহে তামিলনাড়ু পণ্ডিচেরি ও কড়াইকালে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান এবং দিল্লিতেও। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা আগামী চার-পাঁচ দিন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: কালীপুজো-ভাইফোঁটায় বৃষ্টি? সাগরে নিম্নচাপের কালো মেঘ, ভাসবে কোন কোন জেলা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল