IMD Weather Forecast: নিম্নচাপের আয়ু আর কত দিন? এবার কি রেহাই দেবে বৃষ্টি...অবশেষে আশার কথা শোনাল আলিপুর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
কলকাতায় সকাল থেকে আর্দ্রতা জনিত অস্বস্তি। দু’এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে শহর। মূলত, আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/6

ঘ্যানঘ্যানে বৃষ্টি থেকে কি অবশেষে মুক্তি? ছত্তিশগড়ে শক্তি হারাচ্ছে নিম্নচাপ৷ নিম্নচাপের টানে মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে এখন অনেকটাই দূরে। অবস্থান করছে ওড়িশার কলিঙ্গপত্তনম হয়ে মধ্য বঙ্গোপসাগরে। এর ফলে বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়া ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে বাংলায়।
advertisement
2/6
দক্ষিণবঙ্গে আজ সকাল থেকেই অস্বস্তি চরমে। আজ, শুক্রবার কলকাতা সহ সব জেলাতেই হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের জেলাতে। বাতাসে জলীয় বাষ্প বেশি; তাই বৃষ্টি না হলেই অস্বস্তি বাড়বে।
advertisement
3/6
উত্তরবঙ্গে আজ, ভারী বৃষ্টির সম্ভাবনা তিন জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কাল মালদাহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
4/6
কলকাতায় সকাল থেকে আর্দ্রতা জনিত অস্বস্তি। দু’এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে শহর। মূলত, আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/6
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
advertisement
6/6
আজ কলকাতার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি হয়েছে ৬.৭ মিলিমিটার।