TRENDING:

Weather: ঘনীভূত বজ্রগর্ভ মেঘে ঝেঁপে বৃষ্টি বিকেলেই, কলকাতা-সহ কোন জেলা ভাসবে? কোন জেলায় বাড়বে গরম? আলিপুরের আপডেট

Last Updated:
Weather: কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়বে, গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল। রাতে স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা...
advertisement
1/17
ঘনীভূত বজ্রগর্ভ মেঘে ঝেঁপে বৃষ্টি বিকেলেই, কলকাতা-সহ কোন জেলা ভাসবে? পূর্বাভাস
*মুম্বইয়ে বর্ষার অনুকুল পরিবেশ হলেও এখনও দক্ষিণবঙ্গে অধরা বর্ষা। উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের পথে হবে দেরি বর্ষার। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সম্ভাবনা কম। বুধবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ফাইল ছবি। 
advertisement
2/17
*উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে। ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা। এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ফাইল ছবি। 
advertisement
3/17
*মৌসুমী অক্ষরেখা রত্নগিরি সোলাপুর হয়ে মেডক বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে রয়েছে। আগামী তিন-চারদিনে তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু। আগামী তিনদিনের মধ্যে মুম্বই শহরেও ঢুকে পড়বে বর্ষা। ফাইল ছবি। 
advertisement
4/17
*উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। তাপমাত্রা বাড়তেই দক্ষিণে অস্বস্তি চরমে। পশ্চিমের জেলায় গরম ও অস্বস্তি আরও চরমে উঠবে। দু'দিনে আরও ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইকএন্ডের আগে অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। ফাইল ছবি। 
advertisement
5/17
*দক্ষিণবঙ্গে গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। দু'দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে সন্ধ্যের দিকে। উইকেন্ডে গরম আরও বাড়বে। ফাইল ছবি। 
advertisement
6/17
*আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। হট এবং হিউমিড ওয়েদার থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। ফাইল ছবি। 
advertisement
7/17
*সোমবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব  বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে এবং বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফাইল ছবি। 
advertisement
8/17
*উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। ফাইল ছবি। 
advertisement
9/17
*আজ শুক্রবার দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ফাইল ছবি। 
advertisement
10/17
*শনিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। ফাইল ছবি। 
advertisement
11/17
*রবিবার জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরে। তবে বাড়বে তাপমাত্রা, আগামী ২ দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। ফাইল ছবি। 
advertisement
12/17
*কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়বে, গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। উইকেন্ডে অস্বস্তি চরমে উঠবে। রাতে স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। ফাইল ছবি। 
advertisement
13/17
*আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চের তুলনায় ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪-৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে এক মিলিমিটার। ফাইল ছবি। 
advertisement
14/17
*উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিট ওয়েব পাথ তৈরি হয়েছে। ৪২-৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মধ্যপ্রদেশ, বিদর্ভ, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে। ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ওড়িশা, ছত্তিশগড় এবং গুজরাতে। হিট ওয়েব বা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পঞ্জাব, হরিয়ানা, বিহার এবং ওড়িশায়। ফাইল ছবি। 
advertisement
15/17
*ভারী বৃষ্টির সতর্কতা কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনায় ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। ফাইল ছবি। 
advertisement
16/17
*ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত এবং রায়লসীমা, বাংলাদেশ ও অসমের উপরে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্য-বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে। একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত। এই অক্ষরেখাটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। ফাইল ছবি। 
advertisement
17/17
*উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিটওয়েভ পাথ। পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। উইকেন্ডে গরম আর অস্বস্তি চরমে উঠবে। বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রি ছুঁতে পারে। কলকাতায় ৩৯-৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather: ঘনীভূত বজ্রগর্ভ মেঘে ঝেঁপে বৃষ্টি বিকেলেই, কলকাতা-সহ কোন জেলা ভাসবে? কোন জেলায় বাড়বে গরম? আলিপুরের আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল