Delayed Monsoon Onset Reason: এই কারণেই দক্ষিণবঙ্গে বর্ষা এ বার এত দেরিতে! কলকাতায় কবে স্বস্তির কয়েক পশলা? জানুন পূর্বাভাস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Delayed Monsoon Onset Reason: পূর্বাভাস থাকা সত্ত্বেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে িগয়েছে। সেখানে নিয়মিত বৃষ্টিও হচ্ছে।গত দু’ বছরও জুনের তৃতীয় সপ্তাহে বর্ষা ঢুকেছিল দক্ষিণবঙ্গে। এ বছর তার থেকেও বিলম্বিত বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে।
advertisement
1/9

আষাঢ় মাস পড়ে গেলেও দক্ষিণবঙ্গে গ্রীষ্মের দহনজ্বালার ইনিংস শেষ হওয়ার বিশেষ লক্ষণ নেই আপাতত।
advertisement
2/9
পূর্বাভাস থাকা সত্ত্বেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে িগয়েছে। সেখানে নিয়মিত বৃষ্টিও হচ্ছে।
advertisement
3/9
গত দু’ বছরও জুনের তৃতীয় সপ্তাহে বর্ষা ঢুকেছিল দক্ষিণবঙ্গে। এ বছর তার থেকেও বিলম্বিত বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে।
advertisement
4/9
আবহবিদদের ধারণা, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বঙ্গোপাসাগরের বায়ুপ্রবাহ যে কিছুটা অস্বাভাবিক হয়ে পড়েছিল, সেটা ঠিক হতে সময় লাগছে।
advertisement
5/9
এছাড়াও পশ্চিন দিক থেকে লাগাতার শুষ্ক গরম বায়ু গাঙ্গেয় বঙ্গে প্রবেশ করেছে। এই গরম হাওয়ার জেরেও মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে ঢুকতে বাধা পেয়েছে।
advertisement
6/9
. অক্ষরেখার কারণেও উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির তারতম্য। অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হওয়ার কারণেও জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে ওই অংশেই।
advertisement
7/9
আগামী পাঁচ দিন উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে রেড অ্যালার্ট। বর্ষণের পাশাপাশি থাকবে ঝোড়ো বাতাস।
advertisement
8/9
দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানাতে পারেনি হাওয়া অফিস।
advertisement
9/9
আবহবিদদের পূর্বাভাস, আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। তবে আয় বৃষ্টি ঝেঁপে নয়। আপাতত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের স্বস্তি পেতে হবে কয়েক পশলাতেই।