IMD Kalbaisakhi Alert|| ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া, ঝড়বৃষ্টিতে উথালপাথাল, আগামী ২ ঘণ্টায় জেলায় জেলায় তুলকালাম
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Kalbaisakhi Alert|| কালবৈশাখীর পরিস্থিতি রাজ্যে। ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা৷
advertisement
1/13

কলকাতা: আজ কালবৈশাখীর পরিস্থিতি রাজ্যে। ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
advertisement
2/13
দক্ষিণবঙ্গে আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি। দমকা ঝড়ের গতিবেগ বাড়বে। বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ ও কাল ,শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
advertisement
3/13
শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। কোথাও কোথাও দমকা হাওয়া এতটাই বেশি হবে যে কালবৈশাখীর মত পরিস্থিতি তৈরি হবে।
advertisement
4/13
শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দু একটি জেলাতে। শনিবারেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। সোমবার মেঘমুক্ত পরিষ্কার আকাশের সম্ভাবনা।
advertisement
5/13
পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগণায় আগামী দু ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা।
advertisement
6/13
উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির আশঙ্কা। শিলাবৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে।
advertisement
7/13
আজ শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
advertisement
8/13
কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। হতে পারে কালবৈশাখীও।
advertisement
9/13
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম তাপমাত্রা।
advertisement
10/13
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
advertisement
11/13
পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে রবিবার উত্তর-পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা রয়েছে। যেটি যেটি বিদর্ভ ও কর্ণাটকের ওপর দিয়ে গেছে। রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
advertisement
12/13
ভারী বৃষ্টির পূর্বাভাস জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, অসম ও মেঘালয়ে। শিলাবৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং ওড়িশাতে।
advertisement
13/13
উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর. মিজোরাম, ত্রিপুরাতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে মধ্য ভারত এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও। Input- Biswajit Saha