TRENDING:

IAS IPS Wedding : দুই হৃদয়ের ভালবাসা পেল পূর্ণতা! 'বিশেষ দিনে' রূপকথার বিয়ে করলেন বাংলার দুই IAS-IPS...

Last Updated:
IAS IPS Wedding : ভালবাসার উদ্দীপক রাঙিয়ে তুলল এই বাংলার দুই IAS-IPS-এর মনকে।
advertisement
1/6
দুই হৃদয়ের ভালবাসা পেল পূর্ণতা! 'বিশেষ দিনে' বিয়ে করলেন বাংলার দুই IAS-IPS...
তিরুবন্তপুরমের আত্তুকাল মন্দিরে বসেছিল এক অভিনব এক বিয়ের আসর। সেই মণ্ডপে সাত পাকে বাঁধা পড়লেন এই বাংলারই দুই তরুণ আইএএস এবং আইপিএস অফিসার। সাত জন্মের বন্ধনে বাঁধা পড়তে দুই তরুণ-তরুণী বেছে নিয়েছিলেন বাংলার পুলিশ দিবসের বিশেষ দিনটিকেই।
advertisement
2/6
এ যেন রূপকথার নায়ক নায়িকার কাহিনি। নিজের হবু বউকে খুশি করার জন্য পুলিশ দিবসের দিন নতুন জীবনে পা রাখার অঙ্গীকার করে নজির গড়লেন পূর্ব বর্ধমান জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর আইএএস অধিকারীক বিষ্ণু দাস৷ Photo- Representative
advertisement
3/6
কেরলের এক মন্দিরে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন বাংলার দুই পুলিশ অফিসার। হুগলির অ্যাডিশনাল হেডকোয়ার্টার এসপি  আইপিএস ঐশ্বর্য সাগর  বিয়ে করলেন পূর্ব বর্ধমান জেলার  অ্যাসিস্ট্যান্ট কালেক্টর আইএএস অধিকারীক বিষ্ণু দাসকে। দক্ষিণ ভারতীয় বেশভূষায় সাজগোজে দু'জন এক অপরের গলায় মালা দিয়ে চির জীবনের অটুট বন্ধনে যুক্ত হয়ে গেলেন। Photo- Representative
advertisement
4/6
IAS ও IPS অফিসারের বিয়ে বলে কথা  নতুন জীবনকে চিরস্মরণীয় করার জন্য পুলিশ দিবসকেই বেছে নিলেন বাংলার এই দুই আইএএস এবং আইপিএস অফিসার। পুলিশ দিবসের বিশেষ দিনেই ভগবতী মন্দিরে চার হাত এক হল।
advertisement
5/6
দুজনেরই পরনে ছিল মালায়লি ট্রাডিশনাল পোশাক। আনন্দ ঝরে পড়ছিল দুজনের মুখে ছোখে। ছবি দেখলে বোঝার উপায় নেই আদতে দুজনেই দুই পুলিশ কর্তা। Photo- Representative
advertisement
6/6
একইসঙ্গে পেশার আদর্শ ও জীবনের আদর্শকে নতুন পথ চলার পাথেয় করে নিতে চান এই তরুণ তরুণী। আর তাই গাঁটছড়া বাঁধলেন এমন এক দিনে যেদিন তাঁদের জীবনে বার বার আসবে দ্বিগুন খুশির আমেজ নিয়ে। প্রতীকী চিত্র ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IAS IPS Wedding : দুই হৃদয়ের ভালবাসা পেল পূর্ণতা! 'বিশেষ দিনে' রূপকথার বিয়ে করলেন বাংলার দুই IAS-IPS...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল