Weather Kolkata: সকাল থেকে ভারী বৃষ্টি শহরে, বিপদ কমার আগেই আরও এক অশনিসংকেত
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Kolkata Weather: সকাল থেকে ভারী বৃষ্টি শহরে। হাঁটুজল সল্টলেক-সহ বহু এলাকায়।
advertisement
1/7

সকাল থেকেই অঝোর বৃষ্টি কলকাতা শহরে। বৃষ্টি হচ্ছে সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও। আবহবিদরা বলছেন গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে ছত্রিশগড়ে প্রবেশ করেছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণ থেকে উত্তরে সরছে। মৌসুমী অক্ষরেখা স্থান পরিবর্তন করাতেই দক্ষিণবঙ্গে আজ সকালের দিকে বৃষ্টি বেড়েছে।
advertisement
2/7
হাওয়া অফিস বলছে, আজ সারাদিনই মেঘলা আকাশ থাকবে। হালকা মাঝারি বৃষ্টি হবে। বেলার দিকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি পূর্ব বর্ধমান নদিয়া এই জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল পরিস্থিতির উন্নতি হবে। কমবে বৃষ্টির পরিমাণ।
advertisement
3/7
বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে এবং শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস।
advertisement
4/7
আজ সকাল ৮ টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ (মিলিমিটারে)- মানিকতলা ৩৪, বীরপাড়া ৪৮, বেলগাছিয়া ৪৫, ধাপা ৪৫, তপসিয়া ৪৬, উল্টাডাঙ্গা ৫০, পামার বাজার ৪৫, ঠনঠনিয়া ৩৫, বালিগঞ্জ ২৯,মোমিনপুর ১৭, চেতলা ১৮, যোধপুর পার্ক ৩৬, কালীঘাট ২৬, গড়িয়া ৩১, তারাতলা ২৬, পাতিপুকুর ৪৭, জিনজিরা বাজার ২৩,বেহালা ২০।
advertisement
5/7
একটানা বৃষ্টিতে সল্টলেক সেক্টর ফাইভ এখনও জলমগ্ন। সল্টলেক সেক্টর ফাইভের টেকনো পলিস মোড়, ২১৫ বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা সহ সেক্টর ফাইভের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।
advertisement
6/7
আজ সন্ধ্যা ৬টা ৫৭মিনিটে গঙ্গার জলস্তর হবে ৪.৫৯ মিটার (১৫.০৬ ফুট)। লকগেট বন্ধ থাকবে সাড়ে চারটে থেকে নটা পর্যন্ত।
advertisement
7/7
গঙ্গার পাশের লকগেটগুলি যখন বন্ধ থাকবে। তখন যদি বৃষ্টি হয় তবে শহরে জল জমবে। লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে।