Park Street During Christmas: শীতের উৎসবে রঙিন কলকাতা! বড়দিনের আগের রাতেই জমজমাট পার্ক স্ট্রিট
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
Park Street During Christmas:পার্ক স্ট্রিটের নানা প্রান্ত আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে৷
advertisement
1/5

সেজে উঠেছিল আগেই৷ উৎসবের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী৷ বড়দিন ও বছরের শেষ সপ্তাহের উৎসবে এ বার মেতে উঠল কলকাতা শহরও৷ ঝলমলে পার্ক স্ট্রিট, ইকো পার্ক-সহ শহরের নানা প্রান্ত৷ (ছবি ও তথ্য - সাহ্নিক ঘোষ)
advertisement
2/5
পার্ক স্ট্রিটের নানা প্রান্তে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে৷ প্রতি বছরের মতো, এ বারেও সেখানে সেজে উঠেছে রাস্তা৷ দু’ধারের আলোতে শীতের কলকাতা দেখাচ্ছে অন্যরকম৷ (ছবি ও তথ্য - সাহ্নিক ঘোষ)
advertisement
3/5
হাতের কাছেই পরপর রেস্তরাঁ, পানশালা৷ সেখানেও ভিড় চোখে পড়ার মতোই৷ যদি ২৪ তারিখে রাস্তা বন্ধ করা হয়নি৷ রাস্তার ধার দিয়েই আনাগোনা রয়েছে মানুষের৷ আলাদা করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতায়াতের জন্য৷ (ছবি ও তথ্য - সাহ্নিক ঘোষ)
advertisement
4/5
সামনের অ্যালান পার্কে চলছে উৎসব৷ সেখানেও অনেকে যাচ্ছে৷ ভিড় চোখে পড়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চেও৷ কোথাও কোথাও বানানো হয়েছে ক্রিসমাস ক্রিব, চলতি পথে তা দেখতেও দাঁড়িয়ে পড়ছে কেউ কেউ৷ (ছবি ও তথ্য - সাহ্নিক ঘোষ)
advertisement
5/5
সব মিলিয়ে বছরের শেষের উৎসবে গা ভাসাতে একেবারে প্রস্তুত কলকাতা শহর৷ ছুটির মেজাজে এখন শীতের রাতের স্পর্শ গায়ে মেখে চলছে ছুটি উপভোগ করা, আড্ডা দেওয়া আর পেটপুরে খাওয়া দাওয়া৷ (ছবি ও তথ্য - সাহ্নিক ঘোষ)