TRENDING:

Govt Salary: রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের বিরাট বেতন বৃদ্ধি! ৫০ হাজার কর্মীর মুখে হাসি, কত বাড়ল বেতন?

Last Updated:
Govt Salary: রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।
advertisement
1/5
চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বিরাট বেতন বৃদ্ধি! ৫০ হাজার কর্মীর কত বাড়ল বেতন?
লোকসভা ভোটের আগেও রাজ্য সরকার বাজেটে প্রায় কল্পতরু হয়ে উঠল। লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা, সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ছাড়াও ঘোষণা হল নতুন প্রকল্পেরও। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার চালু করছে নয়া প্রকল্প ‘কর্মশ্রী’।
advertisement
2/5
এরই মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক কর্মীদের (গ্রুপ সি ও গ্রুপ ডি) মাসিক পারিশ্রমিক যথাক্রমে ৩,৫০০ ও ৩,০০০ টাকা করে বাড়ানো হল।‌ এতে এই ধরনের ৫০ হাজার কর্মী উপকৃত হবে।
advertisement
3/5
এদিকে, বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতাও বাড়ল ১০০০ টাকা। এর জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি, এখন থেকে ২০ শতাংশ সিভিক ভলান্টিয়ার পুলিশে যোগ দেওয়ার সুযোগ পাবেন বলেও ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
4/5
মৎস্যজীবীদের জন্য বাজেটে সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার। সেই প্রকল্পে বর্ষার দু’মাস ভাতা বাবদ মৎসজীবীদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা। বাজেটে, পথশ্রী প্রকল্পের জন্যও অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার।
advertisement
5/5
২০২৪ রাজ্য বাজেটে এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানো হল। যার ফলে ১০০০ টাকা করে পাবেন মহিলারা। অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হল ১২০০ টাকা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Govt Salary: রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের বিরাট বেতন বৃদ্ধি! ৫০ হাজার কর্মীর মুখে হাসি, কত বাড়ল বেতন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল