Liquor Price Slash: আজই সেই দারুণ দিন, এক ধাক্কায় ‘এতটাই’ দাম কমছে বিলিতি মদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Liquor Price Slash: লক্ষ্মীলাভের আশায় সরকার। ২০০০ টাকা পর্যন্ত এমআরপি হলে সর্বোচ্চ ৪৫০ টাকা কমবে৷ মদের মুদ্রিত দাম যদি ২২০০-২৩০০ টাকা হয়, সেক্ষেত্রে ৬০০ টাকা মতো দাম কমবে বিলিতি মদের।
advertisement
1/4

#কলকাতা: আজ, মঙ্গলবার থেকেই সস্তা হচ্ছে বিলিতি মদ। দাম কমার ফলে একদিকে যেমন ভাল খবর সুরাপ্রেমীদের কাছে ঠিক তেমনি সরকারের লক্ষ্মীলাভের ক্ষেত্রেও আশার আলো। রাজ্য সরকার আবগারি শুল্ক কমানোর কারণেই মদের দাম সস্তা হচ্ছে৷ সূত্রের খবর, নতুন শুল্ক হারের ফলে মদের দাম এমআরপি-র উপরে প্রায় পঁচিশ শতাংশ কমতে চলেছে৷ Photo -Representative
advertisement
2/4
অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ি, ভারতে উৎপাদিত সমস্ত বিলিতি মদ ও বিয়ারের দাম কমবে৷ জানা গিয়েছে, ২০০০ টাকা পর্যন্ত এমআরপি হলে সর্বোচ্চ ৪৫০ টাকা কমবে৷ মদের মুদ্রিত দাম যদি ২২০০-২৩০০ টাকা হয়, সেক্ষেত্রে ৬০০ টাকা মতো দাম কমবে বিলিতি মদের। বিদেশি মদের উপরেই এই নতুন দাম কার্যকর হবে৷ নতুন আবগারি হার নির্ধারণের জন্য মাঝে বেশ কিছুদিন সরকারি পোর্টালের মাধ্যমে মদ বিক্রি বন্ধ ছিল৷ রাজ্য সরকারের অর্থ দফতর মনে করছে, দাম কমার ফলে মদের বিক্রিও অনেকটাই বাড়বে৷ যার ফলে রাজস্ব আদায়ও এক ধাক্কায় অনেকটাই বাড়বে৷ Photo -Representative
advertisement
3/4
রাজ্য সরকারের রাজস্বের একটা বড় অংশই আসে আবগারি দফতর থেকে। আবগারি দফতরের দেওয়া তথ্য অনুযায়ী এবছর জেলাগুলিতেও মদ বিক্রি লক্ষ্মীর মুখ দেখিয়েছে। শুধু পূর্ব মেদিনীপুরেই ২৭ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ৮৪৯ টাকার মদ বিক্রি হয়েছে। পুজোয় মদেই লক্ষ্মীলাভ রাজ্যের। পুজোর পাঁচদিনে মদ বিক্রি করে রাজ্যের মুনাফা হয়েছে ১০০ কোটি টাকারও বেশি। সাধারণ ৫ দিনের গড় হিসাব করলে ৪০ কোটি টাকা আয় হয় রাজ্যের। Photo -Representative
advertisement
4/4
রিপোর্ট বলছে গতবারের থেকে পুজোতে দ্বিগুণেরও বেশি আয় হল রাজ্যের।এবার পুজোতে প্রত্যেকদিনই খোলা ছিল মদের দোকান। সবথেকে বেশি বিক্রি হয়েছে নবমীর দিন। নবমীর দিন বিক্রির পরিমাণ ছড়িয়ে ছিল প্রায় ৩০ কোটি টাকারও বেশি। সব মিলিয়ে পুজোয় মদ বিক্রি করেই ১০০ কোটি টাকা রাজ্যের কোষাগারে ঢুকেছিল, যাকে কার্যত রেকর্ড বিক্রি বলছে এক্সাইজ ডিপার্টমেন্ট। আজ থেকে ফের বিলিতি মদের দাম কমার ফলে ফের লক্ষ্মীলাভের আশায় সরকার। Photo -Representative