TRENDING:

Ekushe July: গীতাঞ্জলী স্টেডিয়ামে একুশে জুলাইয়ের শিবিরে শিশুদের জন্য় দুধ-বিস্কুটের ব্যবস্থা, নির্দেশ অভিষেকের

Last Updated:
Ekushe July: বিগত কয়েকদিন ধরেই আস্তে আস্তে মানুষের ভিড় জমতে শুরু করেছে শিবিরগুলিতে।
advertisement
1/7
একুশে জুলাইয়ের শিবিরে শিশুদের জন্য় দুধ-বিস্কুটের ব্যবস্থা, নির্দেশ অভিষেকের
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই ঐতিহাসিক একুশে জুলাই। বিগত দুবছর ভার্চুয়াল অনুষ্ঠান হওয়ার পর এবার ফের ধর্মতলায় একুশে জুলাই এর অনুষ্ঠান। শহিদ দিবস উপলক্ষে বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌঁছছেন হাজার হাজার তৃণমূল কর্মী, সমর্থকরা। (ছবি ও তথ্য - ঈরণ রায়বর্মন)
advertisement
2/7
তৃণমূলের সমর্থকদের থাকার জন্য শহরের বিভিন্ন জায়গায় ব্যবস্থা করার হয়েছে। সেরকমই একটি জায়গা গীতাঞ্জলি স্টেডিয়াম। মালদা আর মুর্শিদাবাদ জেলা থেকে আগত তৃণমূলের কর্মী সমর্থকরা এই ক্যাম্পে থাকছেন।
advertisement
3/7
বিগত কয়েকদিন ধরেই আস্তে আস্তে মানুষের ভিড় জমতে শুরু করেছে শিবিরগুলিতে। সবার জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ডাল-ভাত তরকারি সঙ্গে ডিম। তবে এই সমর্থকদের সঙ্গে অনেক শিশুও কলকাতা এসেছেন।
advertisement
4/7
মা-বাবার হাত ধরে একুশে জুলাই দেখবে বলে বিভিন্ন ক্যাম্পে উপস্থিত রয়েছে বাচ্চারা। বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন।
advertisement
5/7
অভিষেক বন্দ্যোপাধ্যায় পরামর্শ মেনে গীতাঞ্জলি ক্যাম্পে চালু হয়েছে শিশুদের দুধ-বিস্কুট খাওয়ানো। গীতাঞ্জলি দায়িত্বে থাকা ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ জানান, হাজার হাজার মানুষের সঙ্গে বেশ কিছু শিশুও কলকাতা এসেছে।
advertisement
6/7
তিনি বলেন, অভিষেক ব্যানার্জি নির্দেশ পাওয়ার পর আমরা বাচ্চাদের জন্য গরম দুধ আর বিস্কুটের ব্যবস্থা করেছি। বাচ্চাদের মা-বাবা যাদের দেখতে পারে, সেই জন্য পোস্টার লাগানো আছে। আমরা নিয়ম করে বাচ্চাদের দুধ-বিস্কুট তুলে দিচ্ছি।
advertisement
7/7
বাচ্চাদের জন্য এই বিশেষ ব্যবস্থা দেখে উচ্ছ্বসিত তৃণমূল সমর্থকরা। বাচ্চাদের কোথাও যে এভাবে দলের তরফ থেকে ভাবা হয়েছে তার জন্য প্রত্যেকেই খুশি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Ekushe July: গীতাঞ্জলী স্টেডিয়ামে একুশে জুলাইয়ের শিবিরে শিশুদের জন্য় দুধ-বিস্কুটের ব্যবস্থা, নির্দেশ অভিষেকের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল