সোনাগাছিতে যৌনকর্মীদের জন্য ডিপার্টমেন্টাল স্টোর, সস্তা দামে মিলবে হোম ডেলিভারিও
Last Updated:
advertisement
1/5

পেশা সামলেও দিনভর নানা কাজ। তাই রোজের জিনিস কিনতে এলাকার বাইরে যাওয়াটা বেশ ঝক্কির। দীর্ঘদিনের এই সমস্যা নিজেরাই মেটালেন সোনাগাছির বাসিন্দারা।
advertisement
2/5
পয়লা জুলাই থেকে খুলে গেল এলাকার প্রথম ডিপার্টমেন্টাল স্টোর। চাল, ডাল থেকে পোশাক, প্রসাধনী। সবই মিলবে এক ছাদের তলায়।
advertisement
3/5
যৌনকর্মীদের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে ঊষা সমবায় সমিতি। তাঁদের পাইকারি দোকান থেকেই নীলমণি স্ট্রিটের এই ডিপার্টমেন্টাল স্টোরে জিনিসপত্র পাঠানো হচ্ছে। এগিয়ে এসেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাও।
advertisement
4/5
স্টোর খোলা থাকছে প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত। নিজেদের সুবিধা মতো কেনাকাটা সারতে পারছেন যৌনকর্মীরা।
advertisement
5/5
স্টোর খুলেছে মাত্র কয়েক দিন আগে। সাড়া মিলছে ভালই। উদ্যোক্তাদের আশা, আগামী দিনে আরও বড় হবে তাঁদের স্টোর।