Extreme Rain Alert|| দুপুরের পরেই আচমকা আবহাওয়া বদল, তুমুল দুর্যোগের আশঙ্কা, কাঁপিয়ে ঝড়-বৃষ্টি জেলায় জেলায়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Extreme Heavy Rain Forecast for West Bengal: রাজ্যে জারি হলুদ সর্তকতা। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
1/13

*গভীর থেকে আরও গভীর হয়েছে নিম্নচাপ। রাজ্যে জারি হলুদ সর্তকতা। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবী এবং পর্যটকদের সমুদ্রে না নামার নির্দেশ জারি করেছে প্রশাসন। প্রতীকী ছবি।
advertisement
2/13
*বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকবে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শক্তিশালী এই নিম্নচাপ ক্রমশ স্থলভাগে প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। প্রতীকী ছবি।
advertisement
3/13
*উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রের ভেতরে ৪৫-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে মৎস্যজীবীদের ক্ষতি হওয়ার আশঙ্কা। ফলে আজ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। প্রতীকী ছবি।
advertisement
4/13
*পর্যটকদের জন্যও সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে সমুদ্র তীরবর্তী বিনোদন বন্ধ রাখার পরামর্শ। শনিবার-মঙ্গলবার পর্যন্ত দিঘা, মন্দারমনি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নান নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের। প্রতীকী ছবি।
advertisement
5/13
*নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী-অতি ভারী বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী-অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। প্রতীকী ছবি।
advertisement
6/13
*শনিবার অর্থাৎ আজ দুপুরের পর থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। দুপুর গড়ালেই শুরু হবে জেলায় জেলায় বৃষ্টি। ভারী বৃষ্টি অর্থাৎ ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। প্রতীকী ছবি।
advertisement
7/13
*রবিবার ভারী-অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার কিছু অংশে। ভারী বৃষ্টি অর্থাৎ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা কলকাতা হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়ায়। প্রতীকী ছবি।
advertisement
8/13
*সোমবার ভারী-অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায়। প্রতীকী ছবি।
advertisement
9/13
*মঙ্গলবারেও ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি অর্থাৎ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, পূর্ব বর্ধমানে। প্রতীকী ছবি।
advertisement
10/13
*আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। তবে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা। আজ হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস।আগামিকাল রবিবার ভারী বৃষ্টির সর্তকতা। আগামী ২৪ ঘণ্টায় শহরে তাপমাত্রা থাকবে ২৭-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রতীকী ছবি।
advertisement
11/13
*আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭-৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা বৃষ্টি হয়নি। প্রতীকী ছবি।
advertisement
12/13
*মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, উদয়পু,র ইনদওর, আকোলা ও বিশাখাপত্তনম হয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা রয়েছে কোঙ্কন থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত। এটি কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত। প্রতীকী ছবি।
advertisement
13/13
*আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল, মাহে, গুজরাট, ওড়িশা, বিহার, ঝাড়খন্ড, ছত্রিশগড়, গুজরাট এবং অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। প্রতীকী ছবি।