নির্বাচন শুরু হতে না হতেই ইভিএম বিকল, বন্ধ এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ
Last Updated:
advertisement
1/4

সাত দফার লোকসভা নির্বাচনের শেষ দিন আজ ৷ রবিবার সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে নির্বাচন ৷ নির্বাচনকে কেন্দ্র করে কোনও বিশৃঙ্খলা কিংবা হিংসাত্মক পরিস্থিতি তৈরি না হয় ৷ সেই কারণে তৎপর রয়েছে নির্বাচন কমিশন ৷
advertisement
2/4
নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা স্বত্ত্বেও এড়ানো গেল না বিপত্তি ৷ রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন বুথে অশান্তি তৈরি হয় ৷ কখনও বিজেপির এজেন্টকে বুথে বসতে দিতে বাধা ৷ কিংবা কখনও সিপিআইএম কর্মীকে মারধর ৷
advertisement
3/4
অন্যদিকে, বিরাটিতে বিরাটি বিদ্যালয়ের বুথে দু’টো ইভিএম বিকল হয়ে পড়ে ৷ যার জেরে থমকে যায় ভোটগ্রহণ ৷ এই ঘটনাটির জেরে ভোট শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ ৷
advertisement
4/4
এছাড়াও কলকাতার উত্তর এবং গোয়েঙ্কা কলেজে পার্ট ৮৭(রুম নম্বর ৫)-তে ইভিএম সমস্যা দেখা দেয় ৷ যার জেরে ভোট শুরু হতে না হতেই বন্ধ করে দেওয়া হয় ভোটগ্রহণ পদ্ধতি ৷