Train Late: টেট পরীক্ষার সকালে কুয়াশার জেরে হাওড়া-শিয়ালদহে দেরিতে চলছে বহু ট্রেন! আপনার ট্রেনটি আছে কি তালিকায়
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sayani Rana
Last Updated:
ক্রিসমাসের আগেই কুয়াশার দাপট কলকাতা জুড়ে৷ ২৪ ডিসেম্বর ভোরের আলো ফুটতেই দেখা মিলল জমাট কুয়াশার৷ ঘন কুয়াশার জেরে ট্রেন চলাচলে সকাল সকালই বাধা পড়ল রবিবার৷ কুয়াশার দাপটে সকাল দৃশ্যমান্যতা কম থাকায় শিয়ালদহ ও হাওড়া বহু ট্রেন সময়ের অনেকটা পড়ে চলছে।
advertisement
1/6

ক্রিসমাসের আগেই কুয়াশার দাপট কলকাতা জুড়ে৷ ২৪ ডিসেম্বর ভোরের আলো ফুটতেই দেখা মিলল জমাট কুয়াশার৷ ঘন কুয়াশার জেরে ট্রেন চলাচলে সকাল সকালই বাধা পড়ল রবিবার৷
advertisement
2/6
এদিকে এদিন টেট থাকায় ভোর ভোরই ট্রেন, বাসে চেপে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন পরীক্ষার্থীরা৷ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তির শিকার হতে হল তাঁদেরও৷
advertisement
3/6
রবিবার ঘন কুয়াশায় ঢেকেছে শহর, দৃশ্যমান্যতা কম থাকায় ট্রেন চলাচলেও দেখা দেয় সমস্যা। প্রায় ২৫-৩০ মিনিট দেরিতে চলছে প্রত্যেকটি ট্রেন। লোকাল ট্রেন চলাচলেও বিঘ্ন৷ হাওড়া তো বটেই শিয়ালদহের বিভিন্ন শাখাতেও ট্রেন দেরিতে চলছে বলে সূত্রের খবর৷
advertisement
4/6
কুয়াশার দাপটে সকাল দৃশ্যমান্যতা কম ছিল গোটা রাজ্যের। দৃশ্যমান্যতা কম থাকার কারণে শিয়ালদহ মেন শাখায় ট্রেন অনেক দেরিতে চলছে। শিয়ালদহ ডিভিশনে, প্রায় সমস্ত ইএমইউ লোকাল ট্রেন গড়ে ১০ মিনিট দেরিতে চলছে।
advertisement
5/6
অন্যদিকে, হাওড়া বিভাগে ৪৬টি ইএমইউ লোকাল গড়ে ২০ মিনিট দেরিতে রয়েছে।
advertisement
6/6
ঘন কুয়াশার কারণে, নেতাজি এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, দানাপুর এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস-সহ মোট 12টি মেল বা এক্সপ্রেস ট্রেন তারমধ্যে ১১টি ডাউন এবং ১টি আপ ট্রেন গড়ে ৩০ মিনিট দেরিতে চলছে৷