Durga Puja Carnival 2025: ঝড়জল উপেক্ষা করে জনজোয়ার! দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত মুখ্যমন্ত্রী! শোভাযাত্রায় ১০০-এর বেশি পুজো কমিটি
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Durga Puja Carnival 2025: নবম বর্ষে পা দিচ্ছে মমতার সরকারের দুর্গাপুজো কার্নিভাল। গত ৯ বারের মতো রবিবার, ৫ অক্টোবর অনুষ্ঠিত হল কলকাতার রেড রোডে। অংশগ্রহণে ডাক পাওয়া পুজো উদ্যোক্তারা তৈরি।
advertisement
1/6

নবম বর্ষে পা দিচ্ছে মমতার সরকারের দুর্গাপুজো কার্নিভাল। গত ৯ বারের মতো রবিবার, ৫ অক্টোবর অনুষ্ঠিত হল কলকাতার রেড রোডে। অংশগ্রহণে ডাক পাওয়া পুজো উদ্যোক্তারা তৈরি।
advertisement
2/6
রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে অভিনেতা-অভিনেত্রী এবং দলের মহিলা সাংসদ-বিধায়কদের সঙ্গে নৃত্য পরিবেশন মুখ্যমন্ত্রী মমতার।
advertisement
3/6
রবিবার তাঁদের ট্যাবলো শোভাযাত্রা করে এগিয়ে যায় গঙ্গার ঘাটের দিকে। বস্তুত, এ বারই প্রথম ১০০ ছাড়াল অংশগ্রহণকারীর সংখ্যা।
advertisement
4/6
থাকবে সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বেহালা নূতন দল, হাতিবাগান সর্বজনীন, টালা প্রত‍্যয়, কালীঘাট মিলন সংঘের মতো পুজো কমিটি। কার্নিভাল শেষে প্রতিমা বিসর্জন হয় গঙ্গার বিভিন্ন ঘাটে।
advertisement
5/6
অনুষ্ঠানের শুরুতেই ‘দীক্ষা মঞ্জরী’র শিক্ষার্থীদের নিয়ে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এর পরেই এক এক করে কলকাতার বিভিন্ন পুজো কমিটি প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু করে।
advertisement
6/6
একাধিক শিল্পী, টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। জুন মালিয়া, লাভলি মৈত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্যরা। এ ছাড়াও ভরত কল, সৌমিতৃষা কুন্ডু, রাজা গোস্বামী, রিমঝিম মিত্র, পায়েল-সহ বহু কলাকুশলীদের দেখা যায় মঞ্চে।