Durga Puja Travel 2023: পুজোয় উত্তরবঙ্গ যাওয়ার টিকিট নেই? বেসরকারি বাসেও প্রচুর খরচ! রয়েছে কম টাকায় খুব সহজ উপায়
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Durga Puja Travel 2023: মহালয়া থেকে ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেনে টিকিট নেই। কলকাতা থেকে শিলিগুড়ি বেসরকারি এসি ভলভো বাসের ভাড়া এখনই ধরাছোঁয়ার বাইরে সাধারণ মানুষের।
advertisement
1/8

পুজোর বাকি এক মাসেরও কম! কিছু বাঙালির কাছে পুজোর ছুটি মানেই ঘুরতে যাওয়া। আর গরমের কারণে পুজোয় এখন সকলের পচ্ছন্দ দার্জিলিং।
advertisement
2/8
মহালয়া থেকে ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেনে টিকিট নেই। কলকাতা থেকে শিলিগুড়ি বেসরকারি এসি ভলভো বাসের ভাড়া এখনই ধরাছোঁয়ার বাইরে সাধারণ মানুষের।
advertisement
3/8
কিন্তু এই পরিস্থিতিতে সুখবর দিল এনবিএসটিসি (NBSTC)। উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার জন্য পুজোর আগে থেকেই বাড়তি বাস চালাবে এনবিএসটিসি (NBSTC)।
advertisement
4/8
কলকাতা থেকে শিলিগুড়ি বেসরকারি এসি ভলভো বাসের ভাড়া এখনই ধরাছোঁয়ার বাইরে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার জন্য পুজোর আগে থেকেই বাড়তি বাস চালাবে এনবিএসটিসি (NBSTC)।
advertisement
5/8
বর্তমান, কলকাতা থেকে উত্তরবঙ্গগামী সাতটি বাস এখন চলে। তবে, সম্প্রতি এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সেই সংখ্যা দ্বিগুণ করা হতে পারে বলে জানিয়েছেন।
advertisement
6/8
রেলের তথ্য অনুসারে, মহালয়া থেকে ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেনের টিকিট নেই। প্রায় সব ট্রেনেই ওয়েটিং লিস্ট ১০০ পার করেছে। তাই, পুজোর আগে ও পড়ে উত্তরবঙ্গ যেতে গেলে বেশ খরচ হবে বাঙালির।
advertisement
7/8
এছাড়া পদাতিক, উত্তরবঙ্গ ও কাঞ্চনকন্যা এক্সপ্রেস এও ২২, ২৩ ও ২৪ শে ডিসেম্বর অপেক্ষমান যাত্রী তালিকা গড়ে পঞ্চাশের উপর।
advertisement
8/8
এই সময়, মুশকিল আসান NBSTC। এনবিএসটিসি (NBSTC)-এর কলকাতা থেকে শিলিগুড়ি নন-এসি বাসের ভাড়া শুরু হচ্ছে আনুমানিক ৬০০ টাকা থেকে। আর এসি বাসের ভাড়া শুরু হচ্ছে আনুমানিক ৮০০ টাকা থেকে।