Durga Puja 2023: পুজো শুরু...আড়ালে থাকা সিদ্ধিদাতা, বিশ্বকর্মাদের হাতে দুর্গাপুজোর ব্যানার উন্মোচন সমাজসেবী সংঘের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Durga Puja 2023: ৭৮তম বছরে সমাজসেবী সংঘের ভাবনায় "শ্রী শ্রী দুর্গাসহায়" আসলে এক শ্রদ্ধাঞ্জলী, এই মহৎ উৎসবের আড়ালে থাকা আর্থসাংস্কৃতিক বিপ্লবকে।
advertisement
1/5

*দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলির মধ্যে সমাজসেবী সংঘ অন্যতম। যেহেতু পুজোর নাম সমাজসেবী, তাই বোঝাই যায় পুজো বা সংঘের উৎপত্তি সমাজ সেবাকে ঘিরেই। পুজোর ব্যানার উন্মোচনের দিনে সমাজসেবী সংঘ তাদের নামের প্রতি মর্যাদা রাখলেন।
advertisement
2/5
*সমাজের যে সমস্ত মানুষ বর্ণ ধর্ম নির্বিশেষে দুর্গাপুজোয় শামিল হন আড়ালে থেকে, একটানা পরিশ্রম করে কাজ করে পুজো মণ্ডপ সাজিয়ে তোলেন, প্রতিমা বয়ে নিয়ে আসেন, মণ্ডপে ফুল-ফল থেকে শুরু করে ভোগ রান্না সমস্ত কিছুতেই যাদের নিঃশব্দ অবদান তাদের কথা মাথায় রেখে এ বার সমাজসেবী।
advertisement
3/5
*পুজো কমিটি ঠিক করেন এই মানুষগুলোর হাতেই পুজোর ব্যানার উন্মোচন করা হবে। যেমন ভাবা তেমনই কাজ। পুরোহিত সঞ্জয় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিদ্যুৎ কর্মী সন্দীপ পাল, সুজয় রাহা। খাদ্য সরবরাহকারী নোটন তালুকদার, মণ্ডপ শয্যার কর্মী কৃষানু পাল, দীপ কুমার দেব। পুজো মণ্ডপের সামনে যারা ভুট্টা, হাওয়াই মিঠাই বিক্রি করেন, সেই তপন দাস ও গদাই সবাইকেই নিমন্ত্রণ করা হয়। বিশ্বকর্মা ও গণেশ দুই পুজোর কথা মাথায় রেখে দুই প্রতিমা সামনে রেখে হাসিমুখেই ব্যানার উন্মোচন করেন তাঁরা।
advertisement
4/5
*শহর কলকাতা তথা পশ্চিমবঙ্গের পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অঙ্গ দুর্গাপুজো। প্রথমে মূলত রাজবাড়ি বা জমিদার বাড়ি থেকে শুরু হলেও পরবর্তীকালে বারোয়ারী হাত ধরে তা ছড়িয়ে পরেছে পাড়ায় পাড়ায়। আজ দুর্গাপুজো দেশের গন্ডি ছাড়িয়ে পৌছে গেছে বিশ্বের দরবারে। একই সঙ্গে প্রমাণিতদুর্গাপুজো আজ শুধুমাত্র কোনও ধর্মীয় উৎসব নয়, সেই সঙ্গেই এই রাজ্যের অন্যতম বৃহত্তর আর্থিক পরিকাঠামোর জোগান।
advertisement
5/5
*দুর্গাপুজোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত প্রত্যেকেই উপকৃত এই বিশাল কর্মকাণ্ড থেকে। ৭৮তম বছরে সমাজসেবী সংঘের ভাবনায় "শ্রী শ্রী দুর্গাসহায়" আসলে এক শ্রদ্ধাঞ্জলী, এই মহৎ উৎসবের আড়ালে থাকা আর্থসাংস্কৃতিক বিপ্লবকে।