রেড রোডের কার্নিভালে বিদায় বেলার উৎসব, দেখুন ৯৪টি প্রতিমা প্রদর্শনের ঝলক!
- Published by:Teesta Barman
Last Updated:
রেড রোড ধরে শহরের সেরার সেরা পুজো কমিটিগুলির প্রতিমা এগিয়ে যায় বাজে কদমতলা ঘাটের দিকে। আর দু'পাশে তা দেখার জন্যই মানুষের ঢল নেমেছিল।
advertisement
1/9

শনিবার কলকাতার রেড রোড উৎসবের আমেজে ভরপুর ছিল। দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হল সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে। ৯৪টি ক্লাব বা পুজো কমিটি অংশগ্রহণ করল সেখানে।
advertisement
2/9
রেড রোড ধরে শহরের সেরার সেরা পুজো কমিটিগুলির প্রতিমা এগিয়ে যায় বাজে কদমতলা ঘাটের দিকে। আর দু'পাশে তা দেখার জন্যই মানুষের ঢল নেমেছিল।
advertisement
3/9
প্রতিমার প্রদর্শনের পাশাপাশি ‘হেরিটেজ অলিন্দের আদলে’ বানানো মঞ্চে বঙ্গ সংস্কৃতির উপস্থাপনা। আর তাতেই বিস্মিত বিদেশি অতিথিরা।
advertisement
4/9
কোভিড কাল কাটিয়ে আবার উৎসবমুখী শহর। পাশাপাশি ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিউম্যানিটির বা আবহমান ঐতিহ্যে তালিকায় দুর্গাপুজোর নাম ওঠার পর এবারই প্রথম কার্নিভাল।
advertisement
5/9
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য মেজাজে দেখা গেল। উৎসে কোনও খামতি রাখলেন না তিনি। কখনও তাঁকে দেখা গেল ধামসা মাদল বাজাতে, কখনও দেখা গেল কাসর ঘন্টা বাজাতে।
advertisement
6/9
কখনও আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলালেন, কখনও আবার শিশুদের চকোলেট উপহার দিলেন মুখ্যমন্ত্রী।
advertisement
7/9
নিয়ম মেনে প্রত্যেকটি পুজো কমিটির নিজেদের প্রতিমা উপস্থাপন করছেন সর্বাধিক তিন মিনিটে। ঢাকি-সহ মোট ৫০ জন উপস্থিত ছিলেন এক একটি কমিটি থেকে।
advertisement
8/9
স্বস্তিকা মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, রিজওয়ান রব্বানি শেখ, ভাস্বর চট্টোপাধ্যায়, সৌমিতৃষা কুন্ডু, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অরিন্দম শীল, প্রমুখ টেলি ও টলি তারকারা রেড রোডে উপস্থিত ছিলেন। সঙ্গীতশিল্পীরাও গিয়েছিলেন অনুষ্ঠানে।
advertisement
9/9
পুজোর এই বিদায় বেলায় মন খারাপের রেশ থেকে গেলেও এমন কার্নিভালের কথা মনে থেকে যাবেই। আর তাতেই যেন আগামী বছরের আনন্দ লুকিয়ে। আসছে বছর আবার হবে।